সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাটের উপর থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল। তার পাশে বসে হাসিমুখে ছবি তুলেছে পরিবারের কচিকাঁচারা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক পুলিশ কর্মীর পরিবারের এই ছবি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে ওই পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এত টাকা ওই পুলিশকর্মীর কাছে এল কী করে?
জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম রমেশ চন্দ্র সাহানি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে পুলিশকর্মীর পরিবারের ছবি। দেখা যাচ্ছে, খাটের উপর প্রচুর ৫০০ টাকার বান্ডিল সাজানো রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, প্রায় ১৪ লক্ষ টাকা রয়েছে ওই বান্ডিলগুলিতে। রমেশের স্ত্রী ও সন্তানরা ওই টাকার পাহাড়ের সঙ্গে বসে সেলফি তোলেন। সেই ছবিই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
[আরও পড়ুন: ‘তদন্তে ১০০% সাহায্য করব’, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা সায়নী ঘোষের]
সেলফি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ পুলিশ। সঙ্গে সঙ্গেই বদলি করে দেওয়া হয়েছে রমেশকে। উন্নাওয়ের (Unnao) স্টেশন ইন চার্জ ছিলেন তিনি। আপাতত তাঁকে পুলিশ লাইনে পোস্টিং দেওয়া হয়েছে। তবে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন রমেশ। তাঁর দাবি, ওই ছবি তোলা হয়েছিল ২০২১ সালে।
কিন্তু দু’বছর আগেও তাঁর কাছে এত টাকা একসঙ্গে এল কী করে? রমেশের দাবি, ওই সময়ে তাঁদের কিছু পারিবারিক সম্পত্তি বিক্রি করা হয়েছিল। সেখান থেকেই বিপুল পরিমাণ টাকা আসে তাঁর হাতে। সেই টাকা নিয়েই ২০২১ সালের ১৪ নভেম্বর ছবি তোলেন তাঁর পরিবার। যদিও এই সাফাই ধোপে টেকেনি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।