সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেটের যুগে এক ক্লিকে হাতের মুঠোয় দুনিয়া। যেকোনও বিষয়ে তথ্যতালাশ অনেক সহজ। তা বলে স্ত্রীকে কীভাবে খুন করা যায়, গুগলে সেই সংক্রান্ত তথ্যের সন্ধান করার কথা শুনেছেন কখনও। অবাক হচ্ছেন নিশ্চয়ই। বছরের শুরুতে কোনও রসিকতা নয়। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মোদিনগরে ঘটেছে এমনই ঘটনা। খুনের উপায় জানতে চাওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার প্রেমিকার খোঁজও শুরু হয়েছে।
ঠিক কী হয়েছে? গত শুক্রবার রাতে পুলিশকে জানানো হয়, হাপুরের জাতীয় সড়কের পাশে এক তরুণীর সর্বস্ব লুটপাট করেছে একদল দুষ্কৃতী। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেখে গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছেন তিনি। পাশেই রয়েছে তার স্বামী। সে পুলিশকে জানায়, দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়। শুরু হয় জিজ্ঞাসাবাদ।
[আরও পড়ুন: বছরের শুরুতেই কলকাতায় দিকে দিকে দুর্ঘটনা, এজেসি বোস উড়ালপুলে মৃত্যু বাইক চালকের]
তার বয়ানে মেলে একাধিক অসংগতি। এরপর পুলিশ ওই যুবকের মোবাইলটি বাজেয়াপ্ত করে। গুগল সার্চ লিস্টের দিকে নজর পড়তে কার্যত তাজ্জব হয়ে যান তদন্তকারীরা। দেখেন কীভাবে স্ত্রীকে খুন করা যায়, সেই পদ্ধতির খোঁজে একাধিকবার সার্চ করা হয়। কোথায় ভাল বন্দুক পাওয়া যায়, তা জানতে গুগল সার্চ করে সে। এমনকী ওই যুবক ই-কমার্স সাইটগুলি থেকে বিষও কেনার চেষ্টা করেছিল। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের বেশ কয়েক বছর আগে বিয়ে হয়। দিব্যিই চলছিল দাম্পত্য জীবন। অভিযোগ, বছরকয়েক আগে ওই দম্পতির মাঝে তৃতীয় ব্যক্তি আগমন হয়। যুবক অন্য নারীর সঙ্গে মন দেওয়া নেওয়া করে। তারপর থেকে দাম্পত্য জীবন উষ্ণতা হারায়। এই টানাপোড়েনের জেরে নিজের স্ত্রীকে ওই যুবক খুন করেছে বলেই মনে করছে পুলিশ। ওই যুবকের প্রেমিকার খোঁজ শুরু হয়েছে। যুবককে জেরা করে এই ঘটনা সম্পর্কে আরও নানা তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।