সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে কর্মফল। স্ত্রীকে জড়িয়ে ধরে গুলি মেরে খুন (Murder) করতে গিয়ে নিজেও সেই বুলেটেই প্রাণ হারালেন স্বামী! এমনই অদ্ভুত এক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। একটি বুলেটে দু’জনের প্রাণ হারানোর ঘটনায় বিস্মিত পুলিশও। ওই দম্পতির চারটি সন্তান রয়েছে।
জানা গিয়েছে, সমস্ত গণ্ডগোলের সূত্রপাত একটি মোবাইলকে ঘিরে। ফোনটি হারিয়ে ফেলেছিলেন ৪০ বছরের আনেক পালের ৩৮ বছরের স্ত্রী সুমন পাল। ফোনটি নিয়েই শুরু হয় বচসা। গত মঙ্গলবার রাতে প্রার্থনা করছিলেন অভিযুক্ত ব্যক্তি। এরপরই তিনি উঠে সুমনকে জড়িয়ে ধরেন। এবং সঙ্গে সঙ্গেই তাঁর পিঠে গুলি চালিয়ে দেন। সেই গুলি তাঁর শরীর ফুঁড়ে বিঁধে যায় আনেকের শরীরেও। দু’জনকেই হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু বাঁচানো যায়নি কাউকেই।
[আরও পড়ুন: ব্রিজভূষণের বিরুদ্ধে শ্লীলতাহানি-যৌন হেনস্তার অভিযোগ, চার্জশিট দিল্লি পুলিশের়]
পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। অভিযুক্তর ব্যবহৃত বন্দুকটি দেশি। গুঞ্জন রয়েছে, ওই ব্যক্তি তন্ত্রসাধনাও করতেন। খুনের সঙ্গে সেই চর্চার কোনও যোগ আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। মৃত দম্পতির চার সন্তানকে পাঠানো হয়েছে তাদের মামাবাড়িতে। সুমন ও আনেকের আত্মীয়রা দু’জনের কারও সম্পর্কেই কোনও অভিযোগ আনেননি। তবে গোটা ঘটনায় হতবাক সকলেই। এলাকাতেও ছড়িয়েছে চাঞ্চল্য।