shono
Advertisement

আসছে ‘উরি’, সার্জিক্যাল স্ট্রাইকের গল্প এবার বড়পর্দায়

দেখুন ছবির ট্রেলার। The post আসছে ‘উরি’, সার্জিক্যাল স্ট্রাইকের গল্প এবার বড়পর্দায় appeared first on Sangbad Pratidin.
Posted: 08:59 PM Dec 05, 2018Updated: 12:06 PM Dec 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ সেপ্টেম্বর, ২০১৬। কাশ্মীরের উরি সেনা ছাউনিতে হামলা চালাল পাকিস্তানি জঙ্গিরা। রাতের অন্ধকারে শুরু হল লড়াই। তাতে শহিদ হলেন ১৯ জন জওয়ান। কফিন মুড়ে সেই দেহগুলি এল বাড়িতে। কান্নার রোল উঠল। যাঁরা কফিন বয়ে এনেছিল, তাদের চোখও তখন ছলছল। মনে জমছে প্রতিহিংসা। প্রশ্ন উঠছে, এভাবেই কি কাশ্মীরে লাশ পড়বে জওয়ানদের? তাঁরা শহিদ হবেন, আর বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে পাক মদতপুষ্ট জঙ্গিরা?

Advertisement

প্রকাশ্যে নিক-প্রিয়াঙ্কার বিয়ের ছবি, রিসেপশনে হাজির প্রধানমন্ত্রী ]

ভারত চিরকাল শান্তির বাতাবরণে বিশ্বাসী। হামলা হলে তা রুখে দিয়েছে ঠিকই, কিন্তু প্রত্যাঘাতের চিন্তা কখনও করেনি। আর এই সমীকরণ খুব ভালমতো বুঝে গিয়েছিল পাকিস্তান। তাই কারগিলের পর উরিতে ঢুকে হামলা চালাতে দ্বিধা করেনি তারা। কিন্তু তারা হয়তো এটা জানত না, দৃষ্টিভঙ্গি বদলেছে ভারত। উরিতে সেদিন সেনা ছাউনিতে ঢুকে এলোপাথাড়ি হামলা বরদাস্ত হয়নি কারওর। রাগ জমছিল সেনাবাহিনীর প্রতিটি জওয়ানের মনে। পাহাড়প্রমাণ সেই রাগের বারুদে একটুকরো ফুলকি ছিল একটা শব্দ। ‘সার্জিক্যাল স্ট্রাইক।’ কেন্দ্রের থেকে সবুজ সংকেত পেয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। গোটা অপারেশনটাই হয়েছিল সম্পূর্ণ নীরবে। কাকপক্ষীতেও টের পায়নি। ঘটনার পরের দিন প্রকাশ্যে এসেছিল সেই খবর। ২৯ সেপ্টেম্বর দুপুরের দিকে সাংবাদিক সম্মেলন করেন লেফটেন্ট্যান্ট জেনারেল রণবীর সিং৷ জানান, ২৮ সেপ্টেম্বর রাতের গাঢ় অন্ধকারে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সাত থেকে আটটি জঙ্গি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছেন ভারতীয় সেনা জওয়ানরা৷ সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে অধিকৃত কাশ্মীরে৷

‘সম্পর্ক ভাঙা আশীর্বাদ’, নাম না করে রণবীরকে খোঁচা ক্যাটরিনার! ]

এই গল্পই এবার উঠে আসছে পর্দায়। ছবির নাম ‘উরি’। ছবিতে এক সৈনিকের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। তাঁর নেতৃত্বেই জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় সেনা। ছবিতে ইয়ামি গৌতম অভিনয় করেছেন তদন্তকারী অফিসারের চরিত্রে। এটি অনেকটা ‘জিরো ডার্ক থার্টি’ ছবির জেসিকা ক্রিস্টিনের চরিত্রের আদলে তৈরি। এছাড়া ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর। প্রযোজনা করেছেন রনি স্ক্রুওয়ালা। ১১ জানুয়ারি মুক্তি পাবে ‘উরি’।

The post আসছে ‘উরি’, সার্জিক্যাল স্ট্রাইকের গল্প এবার বড়পর্দায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement