সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সতর্ক থাকুন! ভারতে বসবাসকারী মার্কিন নাগরিকদের এভাবে সতর্ক করল আমেরিকার দূতাবাস৷
চলছে উৎসবের মরসুম৷ তার মধ্যেও পাক-গোলাবর্ষণে তপ্ত সীমান্ত৷ ক্রমাগত চলছে জঙ্গি হামলা৷ ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে পাক সেনারাও৷ সোমবারই আট সিমি সদস্যকে গুলি করে খতম করেছে মধ্যপ্রদেশের পুলিশ৷ এই অগ্নিগর্ভ পরিস্থিতিতেই ভারতে বসবাসকারী মার্কিন নাগরিকদের উদ্দেশে নতুন করে সতর্কতা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র৷ সতর্কতার সুরে মার্কিন দূতাবাস জানিয়ে দিল যে, ভারতের জনপ্রিয় স্থানগুলিতে যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে আইএসআইএস জঙ্গিগোষ্ঠী৷ আর সেই হামলা থেকে বাঁচাতেই ভারতের মার্কিন নাগরিকদের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে যেতে সরাসরি বারণ করা হয়েছে৷ আর এই মর্মে নির্দেশিকাও জারি হয়েছে মার্কিন দূতবাসের তরফে৷ কারণ হিসাবে জানানো হয়েছে, আইএস জঙ্গিরা মূলত ভারতের যে সমস্ত স্থানে বিদেশি পর্যটকরা যেতে পছন্দ করেন, ঠিক সেখানেই টার্গেট করতে চলেছে৷ তাই মার্কিন নাগরিকরা যাতে কোনওভাবেই গুরুত্বপূর্ণ বাজার, শপিংমল, ধর্মীয়স্থানগুলিতে বেশি ঘোরাঘুরি না করেন৷
এ বছরের সেপ্টেম্বরের শুরুতেই গোটা ‘বিশ্বজুড়েই সতর্কতা’ জারি করে মার্কিন বিদেশ দফতর৷ সেখানে জানানো হয়েছিল ‘প্রতিটি মার্কিন নাগরিককেই সতর্ক থাকবে হবে৷ নিজেদের সুরক্ষার ক্ষেত্রে আরও বেশি করে পদক্ষেপ করা হোক৷’ ওই নির্দেশিকায় অন্য দেশের মতোই ভারতের নামও করা হয়েছিল৷ বলা হয় যে, ‘ভারতে প্রায়শই জঙ্গি হামলার ঘটনা ঘটছে৷ সেই হামলার প্রভাব ভারতে বসবাসকারী মার্কিন নাগরিকদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়তেই পারে৷ তাই সতর্ক থাকবে হবে তাঁদের৷’
The post ভারতে হামলার ছক আইএস-এর, সতর্ক করল মার্কিন দূতাবাস appeared first on Sangbad Pratidin.