সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে দীর্ঘ তিন দশকের পরমাণু অস্ত্র চুক্তি বাতিল করেছে আমেরিকা৷ এরপর আরও আক্রমণাত্মক হয়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট৷ কোনও কূটনৈতিক সম্পর্কের পরোয়া না করেই রাশিয়া ও চিনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রভাণ্ডার নির্মাণের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প৷ স্পষ্ট ভাষায় আবারও দোষারোপ করলেন রাশিয়াকে৷ জানালেন, মস্কোই চুক্তির শর্ত ভেঙেছে৷ তাই চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে ওয়াশিংটন৷
[দুর্ভিক্ষে ধুঁকছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন, অভুক্ত ৪ লক্ষ মানুষ]
মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই পরমাণু অস্ত্র ভাণ্ডার নির্মাণের হুঁশিয়ারি দেন ট্রাম্প৷ দাবি করেন, অনেক বছর আগেই এই পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নির্মাণ ও চুক্তি বাতিলের কথা ভাবা উচিত ছিল আমেরিকার৷ কেবল চিন ও রাশিয়াই নয়, যে সমস্ত দেশ পারমাণবিক অস্ত্রের ব্যবহারের প্রতি আগ্রহ দেখাচ্ছে তাঁদের প্রত্যেকের জন্য হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট৷ গতকালই রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করে আমেরিকা৷ ১৯৮৭-তে আমেরিকা-রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় এই চুক্তি৷ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগ্যান ও সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গোর্ভাচেভের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় এই চুক্তি৷ এই চুক্তি থেকে বেরিয়ে আসার কারণ হিসাবে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই চুক্তির শর্তগুলি লঙ্ঘন করে আসছে রাশিয়া৷ ফলে এই চুক্তি রাখার কোনও সারবত্তা নেই বলেই মার্কিন প্রেসিডেন্টের দাবি৷
[খুলল বিশ্বের দীর্ঘতম সেতু, তিন ঘণ্টার পথ যাওয়া যাবে ৩০ মিনিটেই]
জানা গিয়েছে, ওই চুক্তির ফলে ৫০০ কিলোমিটার থেকে ৫৫০০ কিলোমিটারের মধ্যে মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ নিষিদ্ধ করা হয়। কিন্তু আমেরিকার অভিযোগ, চুক্তি লঙ্ঘন করে মস্কো অত্যাধুনিক মাঝারি মাত্রার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে৷ যদিও এই চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া৷ তাঁদের পালটা যুক্তি, বিশ্বে একক ক্ষমতা কায়েমের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা৷ তাঁদের প্রধান লক্ষ্য বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসাবে থাকা। পাশাপাশি, এই চুক্তি বাতিল করে আমেরিকা বড় ভুল করেছে বলেও পালটা হুঁশিয়ারি দেয় মস্কো৷
The post নিশানায় চিন-রাশিয়া, পারমাণবিক অস্ত্রভাণ্ডার গড়ার সিদ্ধান্ত ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.