shono
Advertisement

‘একাদশীতে পরীক্ষা করেই চাঁদে পৌঁছতে পেরেছে নাসা’, দাবি হিন্দুত্ববাদী নেতার

মহারাষ্ট্র শিব প্রতিষ্ঠান হিন্দুস্থান প্রধানের দাবি ঘিরে তুঙ্গে চাঞ্চল্য৷ The post ‘একাদশীতে পরীক্ষা করেই চাঁদে পৌঁছতে পেরেছে নাসা’, দাবি হিন্দুত্ববাদী নেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:33 PM Sep 10, 2019Updated: 05:45 PM Sep 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘একাদশীতে পরীক্ষা হয়েছিল, তাই চাঁদের মাটিতে পৌঁছাতে পেরেছিল মার্কিন মহাকাশ যান’’ চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে ইসরো বিজ্ঞানীদের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই যুক্তি দিলেন মহারাষ্ট্রের হিন্দুত্ববাদী নেতা সম্ভাজি ভিড়ে৷ জানালেন, ভারতীয় শাস্ত্র মতে মহাকাশ যান পরীক্ষার সময় বেছে নেওয়ার কারণেই ৩৯ বারের চেষ্টায় সাফল্য পেয়েছে আমেরিকা৷

Advertisement

[ আরও পড়ুন: ল্যান্ডার বিক্রমকে নিয়ে পুলিশের মর্মস্পর্শী টুইট মন কাড়ছে সোশ্যাল মিডিয়ার ]

ভিমা-কোরেগাঁও কাণ্ডে অন্যতম অভিযুক্ত এই নেতা সোমবার সোলাপুরের একটি অনুষ্ঠানে বলেন, ‘‘৩৮ বার চন্দ্রপৃষ্ঠে মহাকাশ যান পাঠানোর চেষ্টা করেছে আমেরিকা৷ কিন্তু তখন তারা সফলতা পায়নি৷ ৩৯তম বারে ভারতীয় শাস্ত্র মতে একাদশীতে পরীক্ষা করেন তাঁরা এবং সাফল্য পান৷’’ এখানেই শেষ নন, তিনি আরও জানান, ৩৮বার বৈজ্ঞানিক মতে পরীক্ষার সময় নির্বাচিত করে ব্যর্থ হন মার্কিন বিজ্ঞানীরা৷ এরপর ভারতীয় শাস্ত্র মতে একাদশীতে চাঁদে মহাকাশ যান পাঠানোর পরীক্ষা করেন তাঁরা৷ তাই সফল হয়েছেন৷ মহারাষ্ট্র শিব প্রতিষ্ঠান হিন্দুস্থান সংগঠনের প্রধানের এহেন বক্তব্যে যথারীতি বিতর্ক দানা বেধেছে৷ তবে এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত কথা বলেছেন সম্ভাজি ভিড়ে৷ একবার তিনি দাবি করেন, তাঁর বাগানের গাছের আম খেয়ে বহু মহিলা পুত্র সন্তান লাভ করেছেন৷ দীর্ঘদিনের নিঃসন্তান মহিলারা গর্ভে পুত্র সন্তান ধারণ করেছেন৷

[ আরও পড়ুন: ৫ মাসেই মোহভঙ্গ, কংগ্রেস ছাড়লেন অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর ]

কে এই সম্ভাজি ভিড়ে? জানা গিয়েছে, ভিমা-কোরেগাঁও কাণ্ডে অন্যতম অভিযুক্ত এই হিন্দুত্ববাদী নেতা৷ তাঁর বিরুদ্ধে মামলা দায়েরও নির্দেশ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস৷ সূত্রের খবর, আরএসএসের প্রাক্তন এই কর্মী মহারাষ্ট্রে অত্যন্ত বিখ্যাত হিন্দুত্ববাদী নেতা৷ মহারাষ্ট্র শিব প্রতিষ্ঠান হিন্দুস্থান নামে তাঁর একটি সংগঠনও রয়েছে৷ যার সঙ্গে যুক্ত রয়েছে মহারাষ্ট্রের অসংখ্য যুবক৷ বলিউডের বিখ্যাত সিনেমা যোধা-আকবর মুক্তির সময়ও প্রবল বিরোধ দেখিয়েছিলেন সম্ভাজি ভিড়ে ও তার
সংগঠন৷

The post ‘একাদশীতে পরীক্ষা করেই চাঁদে পৌঁছতে পেরেছে নাসা’, দাবি হিন্দুত্ববাদী নেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার