shono
Advertisement

Breaking News

জিতেছেন সোনা-সহ ৩ অলিম্পিক পদক, সন্তানের জন্ম দিতে গিয়ে প্রয়াত মার্কিন অ্যাথলিট

বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।
Posted: 01:47 PM Jun 14, 2023Updated: 01:47 PM Jun 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকে (Rio Olympic) সোনা জিতেছেন। তাঁর ট্রফি ক্যাবিনেটে রয়েছে তিনটি অলিম্পিক পদক, বিশ্বসেরা খেতাব। কিন্তু সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হল মার্কিন (USA) স্প্রিন্টার টোরি বাওয়ির। ফ্লোরিডায় নিজের বাড়িতেই সন্তানের জন্ম দিতে গিয়ে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, মে মাসের শেষ দিকে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসন খোঁজ করতে গিয়ে টোরির মৃতদেহ উদ্ধার করে। প্রসঙ্গত, ২০১৬ সালের রিও অলিম্পিকে সোনা জিতেছিলেন টোরি।

Advertisement

ঠিক কী হয়েছিল সোনাজয়ী অ্যাথলিটের? তাঁর এজেন্ট জানিয়েছেন, প্রায় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন টোরি (Tori Bowie)। ওই অবস্থায় ফ্লোরিডার বাসভবনে একাই থাকতেন। তবে দীর্ঘদিন তাঁর কোনও খোঁজ পায়নি প্রশাসন। তাই স্থানীয় শেরিফের দপ্তর থেকে টোরির বাসভবনে গিয়ে তাঁর খোঁজ নেওয়া হয়। সেই সময়েই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, সম্ভবত আত্মহত্যা করেছেন টোরি।

[আরও পড়ুন: এমনটাও সম্ভব! এক বলে ১৮ রান দিলেন এই পেসার! দেখুন ভিডিও]

মৃতদেহের ময়নাতদন্ত করে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে টোরির। অন্তঃসত্ত্বা থাকার কারণে আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। সেই সঙ্গে যোগ হয় উচ্চ রক্তচাপের সমস্যাও। সবমিলিয়ে হৃদরোগে আক্রান্ত হন টোরি। সেই সময়েই প্রবল ব্যথাও শুরু হয়েছিল তাঁর। ফলে মাত্র ৩২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মার্কিন অ্যাথলিট। তদন্তকারীরা জানিয়েছেন, খুব স্বাভাবিক কারণেই টোরির মৃত্যু হয়েছে।

২০১৬ সালের রিও অলিম্পিকেই তিনটি পদক জিতেছিলেন টোরি। ৪x১০০ মিটার রিলে রেসে দলের হয়ে সোনা জিতেছিলেন। ১০০ মিটার রিলেতে রুপো ও ২০০ মিটার ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক পান টোরি। এছাড়াও ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া স্বর্ণপদক পেয়েছিলেন। শেষবার ২০২২ সালের জুন মাসে তাঁকে দৌড়ের ট্র্যাকে দেখা গিয়েছিল। এক বছরের মধ্যেই নিভে গেল তাঁর জীবনদীপ।

[আরও পড়ুন: ‘অজিত ডোভাল আন্তর্জাতিক সম্পদ’, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রশস্তি মার্কিন রাষ্ট্রদূতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement