সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান (Pakistan) ক্রিকেট কোন পথে! আমেরিকার কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে হার মেনেছে পাকিস্তান (USA Vs PAK)। তার পরই দেশের প্রাক্তন ক্রিকেটাররা ক্ষুব্ধ। বাবর আজমদের খেলায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কামরান আকমল।
পাকিস্তান ক্রিকেট কোন দিকে এগোচ্ছে, তা নিয়ে চিন্তিত তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হার মেনে নিতে না পেরে আকমল (Kamran Akmal) বলেছেন, ''সুপার ওভারে পাকিস্তান হেরে গেল, এর থেকে বড় অসম্মান আর হয় নাকি!''
[আরও পড়ুন: ভারতের জার্সিতে খেলেছেন বিশ্বকাপ, পাকিস্তানকে হারিয়ে সুপারস্টার মার্কিন সৌরভ]
প্রথম ম্যাচে কানাডাকে মাটি ধরিয়েছিল আমেরিকা। দ্বিতীয় ম্যাচে জায়ান্ট কিলার হয়ে ধরা দিল তারা। কামরান আকমল বলছেন, ''পাকিস্তান ক্রিকেটের এত বড় অসম্মান এর আগে হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র সব অর্থেই ব্যতিক্রমী ক্রিকেট তুলে ধরেছে। ওদের দেখে মনেই হয়নি ওরা ক্রমতালিকায় পিছিয়ে থাকা দল। আমেরিকার খেলা দেখে মনে হয়েছে ওরা পাকিস্তানের থেকে এগিয়ে। এই পরিণত বোধেরই পরিচয় দিয়েছে ওরা।''
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের এই হার প্রমাণ করছে সেদেশের ক্রিকেট পিছনের দিকে দৌড়চ্ছে। কামরান আকমল বলছেন, ''ওদেরই জেতা উচিত ছিল। কারণ ওরা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে। আমাদের ক্রিকেটের মুখটা ফাঁস হয়ে গিয়েছে। এতেই বোঝা যাচ্ছে আমরা আমাদের ক্রিকেটকে কীভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছি।''