shono
Advertisement

Breaking News

জীবনের নয়া ট্র্যাকে দৌড় শুরু বোল্টের!

কে এই ফার্স্ট লেডি যিনি বোল্টকে একেবারে ক্লিন বোল্ড করে ছাড়লেন? The post জীবনের নয়া ট্র্যাকে দৌড় শুরু বোল্টের! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:35 PM Aug 21, 2016Updated: 04:10 PM Aug 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে প্রত্যেক সফল ব্যক্তির পিছনে একজন নারীর হাত থাকে৷ উসেইন বোল্টের ক্ষেত্রেও কি একই কথা খাটে? রিও ওলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিক করার নেপথ্য কি তবে ‘লেডি লাক’ই কাজ করল? সে সব আলোচনা তো লেগেই থাকবে৷ তবে সুখবরটি হল এই যে, ট্র্যাককে অবসর জানিয়ে এবার সাজিয়ে গুছিয়ে সংসার পাততে চলেছেন থান্ডার বোল্ট৷

Advertisement

বোল্টের বোন ক্রিস্টিন জানিয়েছেন, দাদা বাড়ি ফিরেই হয়তো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন৷ সম্প্রতি ইনস্টাগ্রামে বোল্ট তাঁর প্রিয় মানুষটির সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “ফার্স্ট লেডির সঙ্গে প্রেসিডেন্ট৷” তখন থেকেই বোল্ট অনুরাগীদের আগ্রহ বাড়তে থাকে৷ কে এই ফার্স্ট লেডি যিনি বোল্টকে একেবারে ক্লিন বোল্ড করে ছাড়লেন?

জামাইকান ফ্যাশন ডিভা ক্যাসি বেনেটকে গত দু’বছর ধরে ডেট করছেন বিশ্বের দ্রুততম মানব৷ গত জানুয়ারিতে বোল্ট ও বেনেটের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ক্রিস্টিন৷ যদিও বোল্ট নিজে মুখে তখন কিছুই বলেননি৷ তবে এবার আর বিষয়টি চেপে রাখা গেল না৷ কারণ বয়ফ্রেন্ডকে চিয়ার করতে রিওতে পৌঁছে গিয়েছিলেন ৩০ বছরের বেনেট৷ বয়ফ্রেন্ডের প্রতিভা নিয়ে তাঁর মনে কোনও সন্দেহ নেই৷ সেই জন্যই গ্যালারিতে ‘লিভিং লেজেন্ড’ লেখা পোস্টার হাতে বোল্টের জন্য গলা ফাটাচ্ছিলেন তিনি৷

জামাইকান স্প্রিন্টারের মা জেনিফার আগেই জানিয়ে ছিলেন, তিনি চান, তাঁর ছেলে সংসারি হোক৷ এবার নাতি-নাতনির মুখ দেখার ইচ্ছে তাঁর৷ তাহলে কি মায়ের ইচ্ছেপূরণ করতে চলেছেন ছেলে? হ্যাটট্রিকের হ্যাটট্রিক করে ওলিম্পিককে সোনার ফ্রেমে বাঁধিয়ে ফেলেছেন চ্যাম্পিয়ন বোল্ট৷ এবার ক্যাসির সঙ্গে ফ্রেমবন্দি হয়ে জীবনের নয়া ট্র্যাকে দৌড় শুরু করার পালা৷

The post জীবনের নয়া ট্র্যাকে দৌড় শুরু বোল্টের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement