shono
Advertisement

যোগীর রাজ্যে গণধর্ষণের শিকার দলিত যুবতী, গ্রেপ্তার তিন

মানসিক ট্রমার মধ্যে রয়েছেন যুবতী। The post যোগীর রাজ্যে গণধর্ষণের শিকার দলিত যুবতী, গ্রেপ্তার তিন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:44 PM May 16, 2018Updated: 05:59 PM May 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নাওয়ের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রতিবাদের ঝড় উঠেছিল। কিন্তু যোগী আদিত্যনাথের রাজ্যে মহিলাদের নিরাপত্তার দিকটা এখনও যেই কে সেই। উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণের ঘটনা উঠে আসছে সংবাদের শিরোনামে। এবার মন্দিরে পুজো দিতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক দলিত যুবতী। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

[‘ইয়েস ম্যাম’ বা ‘ইয়েস স্যার’ নয়, এবার স্কুলে পড়ুয়াদের বলতে হবে ‘জয় হিন্দ’]

সোমবার রাত ১১টা নাগাদ উত্তরপ্রদেশের সীতাপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ২৬ বছরের ওই যুবতী পুলিশকে জানিয়েছেন, অমাবস্যার রাতে এক ১৯ বছরের তরুণী আত্মীয়ার সঙ্গে বিশেষ প্রার্থনার জন্য নিমসার মন্দিরে গিয়েছিলেন তিনি। সেই সময়ই তিনজন লোক এসে ওই যুবতীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনায় বাধা দেওয়ার চেষ্টা করেন তাঁর আত্মীয়া। কিন্তু লাভ হয়নি। উলটে তাঁকেও মারধর করা হয়। অভিযোগ, এরপরই যুবতীকে গণধর্ষণ করা হয়। তবে তরুণী সঙ্গে সঙ্গে ১০০ ডায়াল করে পুলিশকে খবর দেওয়ায় অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়। মিশরিখ থানার ইন্সপেক্টর অশোক কুমার সিং জানান, নির্যাতিতার আত্মীয়ার থেকে ফোনে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্তরা সেসময় সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখন গ্রেপ্তার করা হয় তাদের। যুবতীকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। মানসিক ট্রমার মধ্যে রয়েছেন তিনি বলে খবর।

[পেনশন পেতে আর বাধ্যতামূলক নয় আধার কার্ড, জানাল কেন্দ্র]

অভিযুক্ত রামু (৩২), রামেশ্বর কাশ্যপ (৪২) এবং পাত্রু কাশ্যপের (২৩) বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তফসিলি উপজাতি আইন ১৯৮৯-এও তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। মঙ্গলবারই আদালতে পেশ করা হয় তাদের। আদালতের নির্দেশে আপাতত জেল হেফাজতে রয়েছে তারা। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে দলিত যুবতীকে গণধর্ষণের ঘটনা ফের একবার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

The post যোগীর রাজ্যে গণধর্ষণের শিকার দলিত যুবতী, গ্রেপ্তার তিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement