shono
Advertisement

উত্তরাখণ্ডে নমামি গঙ্গে প্রকল্পে দুর্ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতির, দেওয়া হবে আর্থিক সাহায্য

আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী।
Posted: 07:12 PM Jul 19, 2023Updated: 07:12 PM Jul 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডে (Uttarakhand) নমামি গঙ্গে প্রকল্পের অন্তর্গত একটি নির্মীয়মাণ ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে ১৫ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই আহতদের দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Pushkar Singh Dhami)। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও (Draupadi Murmu)। মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যও ঘোষণা করা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

Advertisement

চামোলিতে অলকানন্দা নদীর ধারে নমামি গঙ্গে প্রকল্পের কাজ চলছিল। বুধবার দুপুরে সেখানেই একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। সেই সময় অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। মৃতদের মধ্যে রয়েছেন এক পুলিশ সাব-ইন্সপেক্টর এবং পাঁচজন হোম গার্ড। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই। 

[আরও পড়ুন: এশিয়া কাপে নেই লোকেশ রাহুল, বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার]

জানা গিয়েছে, গুরুতর আহতদের ইতিমধ্যেই ঋষিকেশ এইমসে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও রাজ্যের স্টেট হাসপাতালেও বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে কতজন আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি। হাসপাতালে ভরতি থাকা আহতদের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানা গিয়েছে, মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করতে পারে উত্তরাখণ্ড সরকার। প্রত্যেক পরিবারের হাতে ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হতে পারে।

১৫ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, “চামোলিতে প্রাণহানির ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারকে আমার সমবেদনা জানাই। আশা করি আহতরা সকলেই সুস্থ হয়ে উঠবেন। নমামি গঙ্গে প্রকল্পের কাজ চলাকালীন কী করে এমন ভয়াবহ ঘটনা ঘটতে পারে, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

[আরও পড়ুন: ১০ বছর পরেও FIR করা যাবে না? শুভেন্দুর ‘রক্ষাকবচ’ নিয়ে প্রশ্ন তুলল আদালতই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement