shono
Advertisement

Breaking News

প্রেমে পড়া সহজ নয়, বোঝাল বরুণ-জাহ্নবী জুটির ‘বাওয়াল’ ছবির টিজার

এই প্রথমবার ক্যামেরার সামনে জুটি বাঁধলেন দুই তারকা।
Posted: 01:53 PM Jul 05, 2023Updated: 01:53 PM Jul 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে পড়া সহজ নয়। এ কথাটি বোঝাতে আসছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের ‘বাওয়াল’ (Bawaal)। নীতেশ তিওয়ারির পরিচালনায় জুটি বেঁধেছেন দু’জন। এবার প্রেমের নতুন গল্প দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। টিজারে তেমন আভাসই পাওয়া গেল।

Advertisement

ছবিতে অজয় দীক্ষিতের চরিত্রে অভিনয় করেছেন বরুণ (Varun Dhawan)। টিজার দেখে মনে হচ্ছে, ছোট শহরের সাধারণ মধ্যবিত্ত পরিবারের যুবক অজয়। সুন্দরী নিশার (জাহ্নবী কাপুর) প্রেমে পড়ে যায়। কিন্তু প্রেমসাগরে ডুব দেওয়া তো মোটেও সহজ কম্মটি নয়। ‘বাওয়াল’-এর টিজারের ক্যাপশনে বরুণ-জাহ্নবী লিখেছেন, “ভালবাসা সহজে পাওয়া যায় না, তাই বাওয়ালের জন্য তৈরি থাকুন।”

 

[আরও পড়ুন: ‘আদিপুরুষ’-এর তিক্ত স্মৃতিকে পিছনে ফেলে নতুন পথে কৃতী, বড় ঘোষণা নায়িকার]

‘চিল্লার পার্টি’র মাধ্যমে পরিচালনা শুরু করেছিলেন নীতেশ তিওয়ারি। প্রথম ছবিতেই পান জাতীয় পুরস্কার। তারপর নীতেশ চর্চায় আসেন আমির খানের ‘দঙ্গল’ সিনেমার সৌজন্যে। ব্লকবাস্টার হয়েছিল সিনেমা। ২০১৯ সালে সুশান্ত সিং রাজপুতের ‘ছিঁছোরে’ সিনেমার পরিচালক ছিলেন নীতেশ। তারপর একাধিক সিনেমা প্রযোজনা করেছেন। তবে পরিচালনায় ফিরলেন ‘বাওয়াল’ ছবির মাধ্যমেই।

আগামী ২১ জুলাই থেকে আমাজন প্রাইমে দেখা যাবে ‘বাওয়াল’। এই প্রথমবার এক ছবিতে জুটি বেঁধেছেন বরুণ ও জাহ্নবী। দু’জনের অনস্ক্রিন রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এবার ট্রেলারের অপেক্ষায় অনুরাগীরা।

[আরও পড়ুন: শ্রাবন্তীর জন্যই জিতুর সঙ্গে সম্পর্কে ভাঙন? মুখ খুললেন নবনীতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement