shono
Advertisement

Breaking News

Vegetable Price Hike

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই নড়েচড়ে বসল টাস্ক ফোর্স, সাতসকালে বাজারে হানা আধিকারিকদের

দুপুরেই টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ।
Published By: Tiyasha SarkarPosted: 11:04 AM Nov 22, 2024Updated: 01:39 PM Nov 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিমূল্য বাজার, টাস্ক ফোর্সের নজরদারি সত্ত্বেও ফড়েদের বাড়বাড়ন্ত নিয়ে বৃহস্পতিবার সন্ধেয় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালেই সল্টলেক-সহ কলকাতার একাধিক বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। এদিকে দাম নিয়ন্ত্রণে তৎপর নবান্ন। এদিন দুপুরেই টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ।

Advertisement

শুক্রবার সকালে কলকাতার একাধিক বাজারে যান টাস্ক ফোর্সের আধিকারিকরা। ঘুরে দেখেন সমস্ত সবজির দোকান। বেআইনিভাবে কোথাও সবজির অতিরিক্ত দাম (Vegetable Price Hike) নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশি পদক্ষেপ হতে পারে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন। আচমকা বাজারে টাস্ক ফোর্স হানায় খানিকটা স্বস্তি পেয়েছে আমজনতা। পাশাপাশি এদিনের বৈঠকেও নজর রয়েছে তাঁদের। এবার খানিকটা দাম কমার আশায় তাঁরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সুর চড়ান আলু, পেঁয়াজ-সহ সমস্ত সবজির দাম বৃদ্ধি নিয়ে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স নজরদারি চালানো সত্ত্বেও ফড়েদের দাপট নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। বললেন, “আমি এক পয়সাও নিই। তাহলে অন্যরা নিলে ছাড় পাবে কেন? আমার টাকার দরকার নেই। আমার দলের জন্য টাকার দরকার হলে প্রয়োজনে আমি মানুষের কাছে আঁচল পেতে টাকা নেব।” আলু রপ্তানি নিয়ে প্রশ্ন তোলেন। পদক্ষেপের কথাও বলেন। তারপরই ফের সক্রিয় টাস্ক ফোর্স।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অগ্নিমূল্য বাজার, টাস্ক ফোর্সের নজরদারি সত্ত্বেও ফড়েদের বাড়বাড়ন্ত নিয়ে বৃহস্পতিবার সন্ধেয় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • শুক্রবার সকালেই সল্টলেক-সহ কলকাতার একাধিক বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা।
  • এদিকে দাম নিয়ন্ত্রণে তৎপর নবান্ন। এদিন দুপুরেই টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ।
Advertisement