shono
Advertisement

সবজির বাজারে আগুন! সুফল বাংলার স্টলে কম দামে মিলবে এই আনাজগুলি

১০ দিনের মধ্যে বাজারের সবজির দাম অনেকটা কমবে বলে আশাবাদী রাজ্য।
Posted: 09:13 PM Jul 01, 2023Updated: 09:13 PM Jul 01, 2023

নব্য়েন্দু হাজরা: সবজির দামে হাতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তর। ১০ দিন আগেও যে সবজি ৩০ টাকা কেজি বিকিয়েছে সপ্তাহ শেষে সেই সবজির দাম ১০০ ছুঁইছুঁই। নাভিশ্বাস উঠেছে আমজনতার। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার থেকেই রাজ্য সরকারের সুফল বাংলা স্টলে বাজারের তুলনায় কম দামে বেগুন, পটল, ঢ্যাঁড়সের মতো সবজি বিক্রি করতে শুরু করল নবান্ন। যার জেরে অগ্নিমূল্য় বাজারে কিছুটা স্বস্তি পাবে সাধারণবাসী।

Advertisement

শনিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বৈঠকে বসেছিল টাস্ক ফোর্স। তাদের তরফে জানানো হয়েছে. এবার বর্ষা দেরিতে ঢুকেশে দেশের মূল ভূখণ্ডে। ফলে তুলনামূলক সবজি চাষ কম হয়েছে। কর্ণাটকের মতো একাধিক রাজ্য থেকে উপযুক্ত পরিমাণ সবজি জোগানে সমস্যা ছিল। আবার সম্প্রতি কোথাও কোথাও মারাত্মক বৃষ্টি হয়েছে ফরে পণ্য পরিবহণ ধাক্কা খেয়েছে। এই দুই কারণে বাজারে সবজির জোগানে টান পড়েছে। তালমিলিয়ে চড়েছে সবজির দামও। টাস্ক ফোর্স আশাবাদী, কয়েকদিনের মধ্যে এই জোগানের সমস্যা মিটবে। কমবে দামও। তবে তার আগে কেউ যদি কালোবাজারির চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি, সুফল বাংলার স্টলে বাজারের তুলনায় কম দামে বিক্রি হবে বেশকিছু সবজি।

[আরও পড়ুন: জোট নিয়ে সিপিএমের অবস্থান কী? সভায় মীনাক্ষীকে প্রশ্ন করতেই মার বাম কর্মীদের]

রাজ্য়ের তরফে জানানো হয়েছে, খোলা বাজারের তুলনায় ২০ থেকে ২৫ শতাংশ কম দামে সবজি বিক্রি হবে সুফল বাংলায়। যার অর্থ সবজির প্রতি কেজিতে অন্তত ৫ টাকা কম। কোন কোন সবজি কী কী দামে পাওয়া যাবে?

  • টমেটো প্রতি কেজি ৮৯ টাকা। খোলা বাজারে দাম ৯৯ টাকা/কেজি।
  • করলা প্রতি কেজি ৬৫ টাকা। খোলা বাজারে দাম ৭৮ টাকা/কেজি।
  • পটল প্রতি কেজি ২৩ টাকা। খোলা বাজারে দাম ২৮ টাকা/কেজি।
  • বেগুন প্রতি কেজি ৭০ টাকা। খোলা বাজারে দাম ৮০ টাকা/কেজি।
  • ঢ্যাঁড়স প্রতি কেজি ৪৫ টাকা। খোলা বাজারের দাম ৬০ টাকা /কেজি।

আগামী ১০ দিনের মধ্যে বাজারের সবজির দাম অনেকটা কমবে বলে আশাবাদী রাজ্য সরকার।

[আরও পড়ুন: পঞ্চায়েতে রামধনু জোট হচ্ছে! তৃণমূলের অভিযোগ কার্যত মেনে নিলেন সুকান্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement