shono
Advertisement

Breaking News

অরুণাচলের প্রতিটি ইঞ্চিই ভারতের, চিনকে হুঁশিয়ারি বেঙ্কাইয়ার

"নতুন নতুন নাম দিলেই তো আর চিনের অবৈধ দখলদারি বৈধ হয়ে যাচ্ছে না৷" The post অরুণাচলের প্রতিটি ইঞ্চিই ভারতের, চিনকে হুঁশিয়ারি বেঙ্কাইয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:53 AM Apr 21, 2017Updated: 01:49 PM Oct 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশ নিয়ে চিনা আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু৷ অরুণাচল প্রদেশের কোনও জায়গার নাম বদলের অধিকার চিনের নেই৷ অরুণাচল প্রদেশের প্রতিটি ইঞ্চিই ভারতের৷ বৃহস্পতিবার এই ভাষাতেই নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ বললেন, “অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷”

Advertisement

চিন অরুণাচল প্রদেশের ছয়টি জায়গার নাম পরিবর্তন করেছে বলে জানার পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু এদিন বলেন, “বিদেশি রাষ্ট্রের ভারতের কোনও জায়গার নাম পরিবর্তনের অধিকার নেই, অরুণাচলের উপর অধিকার শুধুমাত্র ভারতেরই রয়েছে৷” চিনের নাম বদলের এই ঘটনাকে ভারত সরকার যে মোটেই পাত্তা দিচ্ছে না সেই ইঙ্গিতও পরিষ্কারভাবে দিয়েছেন তিনি৷

এই প্রসঙ্গেই নায়ডু বলেন, “অরুণাচল প্রদেশের প্রতিটি ইঞ্চি ভারতের৷ ওরা নাম বদলাক, তাতে কি আসে যায়? এটা অনেকটা সেই রকম ব্যাপার, আপনি আপনার পড়শির নাম বদল করছেন৷” নায়ডুর সমালোচনার পাশাপাশিই নয়াদিল্লি যে এই নাম পরিবর্তনের বিষয়টি মোটেই ভাল চোখে দেখছে না সেই বার্তাও চিনকে ভালভাবেই দেওয়া হয়েছে৷

[টাইম-এর বিচারে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় উজ্জ্বল মোদি]

বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে জানিয়েছেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ এর একটি অংশ অবৈধভাবে চিন দখল করে রেখেছে৷ সেই সব জায়গাগুলির নতুন নতুন নাম দিলেই তো আর চিনের অবৈধ দখলদারি বৈধ হয়ে যাচ্ছে না৷ চিন যা খুশি নাম দিক৷ তারপরও অরুণাচল ভারতের ছিল, আছে, থাকবে৷

গত বুধবার চিন জানিয়েছিল, ভারত যাকে অরুণাচল প্রদেশ বলে দাবি করে তা আসলে দক্ষিণ তিব্বত৷ ঐতিহাসিকভাবে তা চিনের অবিচ্ছেদ্য অংশ৷ চিনের দক্ষিণ-পূর্বপ্রান্তে শেষ সীমান্তে রয়েছে ভারতের অসম প্রদেশ৷ অরুণাচল প্রদেশ নয়৷ কারণ অরুণাচল দক্ষিণ তিব্বত হিসাবে চিনের অংশ৷ চিনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রক ১৪ এপ্রিল এক বিজ্ঞপ্তি জারি করে অরুণাচল প্রদেশের ছটি গুরুত্বপূর্ণ জনপদের সরকারিভাবে নামকরণ করেছে৷ রোমান হরফে এবং তিব্বতি ভাষায় জায়গাগুলির নামকরণ করা হয়েছে৷ চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাংয়ের হুমকি, এই জায়গাগুলিতে চিনের দখলদারি নিশ্চিত করতে যে কোনও ব্যবস্থা নেবেন তাঁরা৷

সম্প্রতি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার অরুণাচল সফর নিয়ে আপত্তি জানিয়েছিল বেজিং৷ যদিও তাতে একেবারেই গুরুত্ব দেয়নি নয়াদিল্লি৷ আর তার পাল্টা জবাব দিতেই চিনের পক্ষ থেকে এই নাম বদলের খেলা শুরু করে ভারতের উপর চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহল৷ অরুণাচল প্রদেশকে চিনের মানচিত্রে ঢোকাতে গুগলকে অনুরোধ করবে বেজিং, জানিয়েছে সংবাদ সংস্থা৷

[প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোয় সম্মতি দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক]

The post অরুণাচলের প্রতিটি ইঞ্চিই ভারতের, চিনকে হুঁশিয়ারি বেঙ্কাইয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement