shono
Advertisement

কৃষিঋণ মকুব নিয়ে বেঙ্কাইয়া নায়ডুর বক্তব্য ‘দুর্ভাগ্যজনক’, সরব কংগ্রেস

কী বললেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব? The post কৃষিঋণ মকুব নিয়ে বেঙ্কাইয়া নায়ডুর বক্তব্য ‘দুর্ভাগ্যজনক’, সরব কংগ্রেস appeared first on Sangbad Pratidin.
Posted: 09:28 AM Jun 23, 2017Updated: 04:32 AM Jun 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষকদের ঋণ মকুব করা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর মন্তব্যের বিরোধিতা করে এবার আসরে নামল কংগ্রেস। পাঞ্জাব ও কর্নাটকে কংগ্রেসশাসিত সরকারের কৃষিঋণ মকুব করার পরেই বেঙ্কাইয়া তোপ দেগেছিলেন, কৃষিঋণ মকুব করে দেওয়াটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এরপরেই শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কংগ্রেস নেতা টম ভাদাক্কান প্রশ্ন তোলেন, যেখানে ঋণের চাপে এতজন কৃষক আত্মহত্যা করছেন, সেখানে কীভাবে এমন মন্তব্য করতে পারলেন বেঙ্কাইয়া নায়ডু। পাশাপাশি এমন মন্তব্য করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে ক্ষমা চাইতেও বলেন তিনি।

Advertisement

[পকেটে দশ টাকার বেশি থাকলে গ্রেপ্তার! দেশে এমন আইন আছে জানতেন কি?]

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে টম ভাদাক্কান বলেন, ‘বেঙ্কাইয়া নায়ডুর এমন মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক। তিনি যে চাষিদের কথা বলছেন, তাঁদের মধ্যপ্রদেশে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এর মধ্যে ফ্যাশনের কী আছে? ঋণ মকুব করা মানে একজন কৃষককে বাঁচিয়ে দেওয়া। কেন্দ্রীয় মন্ত্রীকে এজন্য ক্ষমা চাইতে হবে।’ অপর কংগ্রেস নেতা কেটিএস তুলসির মতে, কৃষকরা যখন নিজেদের জীবন দিচ্ছে, তখন সেটা কোনও ফ্যাশন নয়। তিনি বলেন, ‘এভাবে কৃষকদের কখনই মজা করা উচিত নয়। গরীব মানুষগুলো আত্মহত্যা করছেন। এটা ফ্যাশনের ব্যাপার নয়। যখন কোনও রাস্তা থাকে না, তখনই একজন ব্যক্তি মৃত্যুর পথ বেছে নেন। তাই বেঙ্কাইয়া নায়ডুর মতো রাজনৈতিক নেতার পক্ষ থেকে এধরনের মন্তব্য কখনই কাম্য নয়।’

[তৃতীয় বিশ্বযুদ্ধেই ধ্বংস হবে পৃথিবী, বিস্ফোরক দাবি চিনা ধনকুবেরের]

যদিও কেন্দ্রীয় মন্ত্রীর নিজের আগের অবস্থান থেকে সরে এসে বলেছেন, তিনি কৃষকদের উদ্দেশ্য করে তাঁর বক্তব্য রাখেননি। তিনি রাজনৈতিক দলগুলির উদ্দেশে এমনটা বলেছিলেন। কারণ রাজনৈতিক দলগুলি কৃষকদের সমস্যা মেটানোর জন্য সুদূরপ্রসারী কোনও পরিকল্পনা গ্রহণ করেনি। বেঙ্কাইয়া নায়ডু বলেন, ‘আমার কথার ভুল মানে করা হয়েছে।ভবিষ্যতে যাতে কৃষকরা যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয়, রাজনৈতিক দলগুলি  সেজন্য কোনও ব্যবস্থাই গ্রহণ করছে না। বরং তাঁরা বর্তমানের কথা ভেবে ঋণ মকুব করে চলেছে। এটাই এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা কোনও সমাধান নয়, ভবিষ্যতে যাতে এধরনের সমস্যায় কৃষকদের পড়তে না হয়, সেজন্য পরিকাঠামোগত পরিবর্তন প্রয়োজন।’

[জানেন, কেন ৫ বছরের এই কন্যার বিয়েতে রাজি অভিভাবকরা?]

এর আগে রাজ্যগুলির কৃষিঋণ মকুবের ধুম দেখে তাঁর মন্তব্য, এই ইস্যু এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকারগুলির উচিত স্রোতে না ভেসে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া। নিজেদের কোষাগারের কথাও মাথায় রাখা উচিত বলে মত তাঁর। সেই অনুযায়ী আর্থিক ঘাটতি পূরণের পথে হাঁটার পরামর্শ দিয়েছিলেন বেঙ্কাইয়া। কৃষিঋণ মকুব সমাধানের পথ নয় বলেও জানিয়েছিলেন। তারপরেই তাঁর এই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়।

[পুজোর আগেই উৎসব, এসবি পার্কের উদ্যোগে শহরে থিয়েটার ফেস্টিভাল]

The post কৃষিঋণ মকুব নিয়ে বেঙ্কাইয়া নায়ডুর বক্তব্য ‘দুর্ভাগ্যজনক’, সরব কংগ্রেস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement