সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন অভিনেতা ওম পুরি৷ শুক্রবার সকালে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা৷ ‘অর্ধ সত্য’ সিনেমার জন্য ওম পুরি পেয়েছেন জাতীয় পুরস্কার৷ পদ্মশ্রী সম্মানেও ভূষিত এই অভিনেতা৷ সিনেমা এবং থিয়েটারে চুটিয়ে অভিনয় করেছেন৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে৷
১৯৫০ সালের ১৮ অক্টোবর আম্বালায় জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেতা৷ পাঞ্জাবি পরিবারের ছেলেটি ছোট থেকেই বড় হয়ে উঠেছিলেন কঠিন অনুশাসনের মধ্যে৷ বাবা ছিলেন সেনাবাহিনীতে৷ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্নাতক ডিগ্রী পেয়েছিলেন তিনি৷ দেশ ও বিদেশের বহু সিনেমা, থিয়েটার এবং টিভি সিরিয়ালে অভিনয় করার অভিজ্ঞতা ছিল তাঁর৷ যদিও ১৯৭৬ সালে মারাঠি ছবি ‘ঘাসিরাম কোতওয়াল’-এর মাধ্যমেই প্রথমবার সেলুলয়েডে হাতেখড়ি হয়েছিল এই প্রখ্যাত অভিনেতার৷ হিন্দি এবং মারাঠি ছবির পাশাপাশি মালায়লম, উর্দু এবং ইংরাজি ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি৷
বিখ্যাত এই অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীমহলে৷ তাঁর দুর্দান্ত অভিনয়, কাজের প্রতি অটুট শ্রদ্ধা এবং ভালবাসার জন্যই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এই অভিনেতা৷ পাশাপাশি তাঁর কাজকে ভালবাসাও সহ-শিল্পীদের দিয়েছিল কাজের অনুপ্রেরণা৷ তাঁর চলে যাওয়া চলচ্চিত্র জগতের কাছে এক অপূরণীয় ক্ষতি৷ যদিও তাঁর অসামান্য অভিনয় মানুষের মনে তাঁর উপস্থিতি উজ্জ্বল রাখবে চিরদিন৷
The post প্রয়াত অভিনেতা ওম পুরি appeared first on Sangbad Pratidin.