সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বলিউড ছবির প্রযোজক রাজকুমার কোহলি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজকুমার। ‘জানি দুশমন’, ‘নাগিন’, ‘পতি পত্নী অউর ওহ’-এর মতো জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে শুধু প্রযোজক নয়, তাঁর আরেক পরিচয় তিনি অভিনেতা অরমান কোহলির বাবা।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার স্নান করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন রাজকুমার। বাথরুমেই তাঁকে মৃত অবস্থায় পান ছেলে আরমান কোহলি। চিকিৎসককে ডাকা হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
[আরও পড়ুন: ‘পাঠান’, ‘জওয়ান’-এর পথে শাহরুখের ‘ডাঙ্কি’ও? মুক্তির আগেই লাভের ঘরে ১০০ কোটি]
১৯৬৩ সাল থেকে সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন রাজকুমার। প্রেম চোপড়াকে নিয়ে তৈরি করেছিলেন ‘সপনি’ ছবি। নির্মাতা হিসেবে প্রথম ছবি থেকেই নজর কাড়েন তিনি। এরপর বলিউডকে উপহার দিয়েছে প্রচুর সুপারহিট সিনেমা। তাঁর প্রযোজিত ‘বদলে কি আগ’, ‘নৌকর বিবি কা’, ‘রাজ তিলক’-এর মতো ছবি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। রাজকুমার কোহলির প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া বলিউডে।
[আরও পড়ুন: প্রথম প্রেম কি ভোলা যায়? কাপুরবধু হয়েও করণের শোয়ে প্রাক্তন সিদ্ধার্থকে নিয়ে ‘আগল খোলা’ আলিয়া]