shono
Advertisement

রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময় হৃদরোগে আক্রান্ত ধর্মগুরু, প্রাণ বাঁচাল বায়ুসেনার মোবাইল ভ্যান

'গোল্ডেন আওয়ারে' প্রাথমিক চিকিৎসা শুরু হয় মোবাইল ভ্যানে।
Posted: 04:40 PM Jan 22, 2024Updated: 05:57 PM Jan 22, 2024

বুদ্ধদেব সেনগুপ্ত: অযোধ্যার মোবাইল হাসপাতাল প্রাণ বাঁচাল ধর্মগুরুর। রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্তে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ধর্মাচার্য প্রমুখ। হৃদরোগে আক্রান্ত হন। তবে বায়ুসেনা এবং মোবাইল হাসপাতালে তৎপরতায় প্রাণ বাঁচল প্রৌঢ় ধর্মগুরুর।

Advertisement

জানা গিয়েছে, সোমবার অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ শ্রীবাস্তব (৬৫)। বিশ্ব হিন্দু পরিষদের সদস্য এবং ধর্মাচার্য প্রমুখ। এদিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তবে আরোগ্য মৈত্রীর BHISHM মোবাইল ভ্যানের তৎপরতায় প্রাণ বাঁচে তাঁর।

[আরও পড়ুন: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে মোদি, আরেক মন্দিরে ঢুকতে না পেরে রাস্তায় বসে রাহুল]

অসুস্থ হওয়ার মুহূর্তের মধ্যে উইং ক্যাডার মণীষ গুপ্ত তাঁকে উদ্ধার করেন। নিয়ে যাওয়া হয় মোবাইল ভ্যানে। সেখানেই ‘গোল্ডেন আওয়ারে’ প্রাথমিক চিকিৎসা শুরু হয়। দেখা যায়, রামকৃষ্ণ শ্রীবাস্তবের উচ্চ রক্তচাপ রয়েছে-২১০/১৭০। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু হয়। অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর তাঁকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। তবে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রাথমিক চিকিৎসা করে প্রাণরক্ষা করল বায়ুসেনার মোবাইল ভ্যান।

[আরও পড়ুন: রামমন্দিরের তহবিলে অনুদান দিলেই মিলতে পারে করছাড়, জেনে নিন কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement