shono
Advertisement

জেহাদিদের নির্মূল করতে রাষ্ট্রসংঘের কাছে অভিন্ন জন্মনিয়ন্ত্রণ বিধি চায় VHP

"২০৫০-এর মধ্যে ভারতেই সবচেয়ে বেশি মুসলিম বাস করবেন৷" The post জেহাদিদের নির্মূল করতে রাষ্ট্রসংঘের কাছে অভিন্ন জন্মনিয়ন্ত্রণ বিধি চায় VHP appeared first on Sangbad Pratidin.
Posted: 08:27 PM Mar 04, 2017Updated: 02:57 PM Mar 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেহাদি সন্ত্রাস সমস্যায় জর্জরিত ভারত৷ যেভাবে জেহাদিদের সংখ্যা প্রতিদিন বাড়ছে, এখনই কড়া পদক্ষেপ না করলে ভবিষ্যতে বিশ্ববাসী চরম বিপদে পড়বেন৷ এবার আন্তর্জাতিক মহলে এই অভিযোগ তুলল বিশ্ব হিন্দু পরিষদ৷ সমস্যার অন্যতম সমাধান হিসাবে বিশ্বজুড়ে এক অভিন্ন জন্মনিয়ন্ত্রণ বিধি গড়ে তোলারও দাবি জানাল ওই হিন্দুত্ববাদী সংগঠনটি৷

Advertisement

পিউ রিসার্চ সেন্টার নামে একটি মার্কিন থিঙ্কট্যাঙ্ক সম্প্রতি এক প্রতিবেদনে এই ঘটনাটি তুলে ধরেছে৷ প্রতিবেদনে বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন বলেছেন, “মুসলিমদের জনসংখ্যা বেড়ে ২৩ শতাংশ হওয়ায় গভীর সংকটের মুখে বিশ্ব৷ জেহাদি সন্ত্রাসের থাবায় জর্জরিত গোটা দুনিয়া৷ এখনই এই সমস্যার মোকাবিলা না করলে ২০৫০ সালে যখন মুসলিমদের জনসংখ্যা বেড়ে ৩০ শতাংশ হবে, তখন খুব দেরি হয়ে যাবে৷”

তিনি আরও বলেছেন, “অন্যান্য অ-মুসলিম দেশগুলির তুলনায় ভারতের পরিস্থিতি বিশেষ সঙ্কটজনক৷ আমরা বিশ্বাস করি, শুধুমাত্র সেনা নামিয়ে জেহাদি সমস্যা মিটবে না৷ একেবারে গোড়া থেকে এই সন্ত্রাসকে নির্মূল করতে হবে৷” ওই রিপোর্টে তিনি এও দাবি করেছেন, ২০৫০-এর মধ্যে ভারতে মুসলিমদের সংখ্যা অন্যান্য সব দেশকে ছাপিয়ে যাবে৷

The post জেহাদিদের নির্মূল করতে রাষ্ট্রসংঘের কাছে অভিন্ন জন্মনিয়ন্ত্রণ বিধি চায় VHP appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement