সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ কী? ফের কবে তাঁকে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে? বৃহস্পতিবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোহলি ও নির্বাচকদের বৈঠকেও সে জল্পনার ইতি ঘটেনি। কিন্তু সেসব নিয়ে যে বিন্দুমাত্র মাথা ঘামান না ধোনি, তা তাঁর কাজকর্মেই স্পষ্ট। ঝাড়খণ্ডের রাজপুত্র রয়েছেন আপন মেজাজে। কখনও ভারতীয় ড্রেসিংরুম থেকে ঘুরে যাচ্ছেন তো কখনও ব্যস্ত পরিবারের সঙ্গে।
মেয়ে জিভার সঙ্গে নানা কাণ্ড কারখানার ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক সময় নিজেই পোস্ট করেন মাহি। কখনও বাবাকে পুষ্টিকর খাবার খাইয়ে দেয় ছোট্ট জিভা, আবার কখনও বাবার সঙ্গে নানা ভাষায় কথা বলে সে। এবার বাবার সঙ্গে হাত মিলিয়ে গাড়ি ধুতে দেখা গেল ধোনিকন্যাকে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। এতটুকু বয়সে বাবাকে দেখে মোটামুটি সব কাজই শিখে গিয়েছে জিভা। প্রাক্তন ভারত অধিনায়ক বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে ধোনির সঙ্গে সবুজ রঙের নিশান জঙ্গা জিপটি ধুচ্ছে জিভাও। খুদে হাতে পরিষ্কার করছে জিপের দরজা। ধোনি লেখেন, “অল্প সাহায্যই অনেকটা স্পেশ্যাল হয়ে ওঠে। আর সেটি বড় গাড়ি হলে তো কথাই নেই।” বাবা-মেয়ের ভিডিওটি এখন নেটদুনিয়ায় চর্চায়। ধোনির মতোই যে জিভাও সর্বগুণসম্পূর্ণা হয়ে উঠবে, এ বিষয়ে নেটিজেনদের অন্তত কোনও সন্দেহ নেই।
[আরও পড়ুন: বোর্ডের সঙ্গে মনোমালিন্য অতীত, ভারতকে টেক্কা দিতে প্র্যাকটিস শুরু শাকিবদের]
বৃহস্পতিবার বোর্ডের বৈঠকে ধোনি প্রসঙ্গে জাতীয় নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, ‘‘আমরা সামনের দিকে এগোচ্ছি। বিশ্বকাপ পরবর্তী দল নির্বাচনেই তা বোঝা গিয়েছে। আমরা ঋষভ পন্থকে সুযোগ দিয়েছিলাম। কিন্তু ক্যারিবিয়ান সফরে ওর পারফরম্যান্স সেভাবে নজর কাড়েনি। কিন্তু আমরা ওকে নিয়েই পরের পরিকল্পনা সাজাচ্ছি। ঋষভের দিকেই এখনও চোখ রয়েছে আমাদের।’’ তাঁর মন্তব্যেই ইঙ্গিত মিলেছে, ধোনিকে ছাড়াই এগোতে চাইছেন নির্বাচকরা। এসবের মধ্যেই রাঁচিতে ধোনির বাড়িতে তাঁর সঙ্গে খানিকটা সময় কাটিয়ে এলেন তাঁর উত্তরসূরি ঋষভ। সোশ্যাল মিডিয়ায় সেসব ছবিও পোস্ট করেছেন তিনি। লিখেছেন, “শুধু ভাল অনুভূতি।”
[আরও পড়ুন: ক্রিকেট ম্যাচে জল বইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী! প্রশংসা নেটদুনিয়ায়]
The post বাবার মতোই প্রতিভাবান মেয়ে, নেটদুনিয়ায় ফের ভাইরাল ধোনিকন্যার কীর্তি appeared first on Sangbad Pratidin.