সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই ফিল্মি কেরিয়ার থেকে অবসর ঘোষণা করলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে। বিক্রান্তের এমন সিদ্ধান্তে একেবারে হতবাক তাঁর অনুরাগীরা। তা হঠাৎ অবসর নিচ্ছেন কেন বিক্রান্ত?
সোমবার পার্লামেন্টে দেখানো হল বিক্রান্তে ' দ্য সবরমতি রিপোর্ট' ছবিটি। এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্ক্রিনিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন বিক্রান্ত। আর সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয় অবসর নেওয়ার কারণ।
বিক্রান্ত সাংবাদিকদের সেই প্রশ্ন একেবারেই এড়িয়ে যান। উলটে তিনি বলেন, ''প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গৃহমন্ত্রীর পাশে বসে ছবি দেখাটা একটা আলাদাই অভিজ্ঞতা। ছবিটা যে তাঁদের ভালো লেগেছে, সেটা সত্যিই আমার কাছে গর্বের বিষয়। আমি সবাইকেই অনুরোধ করব এই ছবিটা সবাই দেখুক।'' এতকিছু বললেও, বিক্রান্ত অবসর নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছিলেন।
বিক্রান্ত তাঁর ইনস্টা পোস্টে লেখেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব। যতক্ষণ না সময় সঠিক সময় আসবে।’ সেই পোস্টেই অভিনেতার সংযোজন, ‘শেষ ২টো সিনেমা এবং আরও কত স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য। চিরকাল ঋণী থাকব।’ বিক্রান্ত মাসের এই পোস্ট দাবানল গতিতে ভাইরাল হওয়ার পর থেকেই মনখারাপ ভক্তদের। কিছুতেই তাঁর অভিনয় থেকে বাণপ্রস্থে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকে।