shono
Advertisement

Breaking News

আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমার, হাওড়ায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপি কর্মীদের

হাওড়া পুরসভার সামনে মিছিল আটকায় পুলিশ৷ The post আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমার, হাওড়ায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপি কর্মীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:48 PM Dec 19, 2018Updated: 05:48 PM Dec 19, 2018

অরিজিৎ গুপ্ত, হাওড়া: এ রাজ্যের রথযাত্রার অনুমতি মেলেনি, আইনি লড়াই চলছে৷ আপাতত আইন অমান্য কর্মসূচি পালন করে সরকারের চাপ বাড়ানোর কৌশল নিয়েছে রাজ্য বিজেপি৷ আর সেই কর্মসূচি ঘিরেই বুধবার ধুন্ধুমার কাণ্ড হাওড়ায়৷ মিছিল আটকালে রীতিমতো দলের পতাকা ও লাঠি নিয়ে পুলিশের উপর চড়াও হলেন বিজেপি কর্মী-সমর্থকরা৷

Advertisement

[রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল, মন্ত্রী হচ্ছেন সুজিত বসু-তাপস রায়]

এ রাজ্যে বিজেপি এ রথযাত্রা করার অনুমতি দেয়নি প্রশাসন৷ মামলা গড়িয়েছে কলকাতা হাই কোর্টে৷ রাজ্য সরকার যেমন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিজেপি প্রতিনিধিদের বৈঠকে ভিডিও জমা দিতে বলেছে আদালত, তেমনি রথযাত্রা ‘সেলফ রেসট্রিকশন’ সংক্রান্ত নথি মুখবন্ধ খামে আদালতে জমা দিতে বলা হয়েছে বিজেপি রাজ্য নেতৃত্বকেও৷ বৃহস্পতিবার রথযাত্রা মামলা হাই কোর্টে রায় ঘোষণা করতে পারে বলে শোনা যাচ্ছে৷ তবে বসে নেই গেরুয়া শিবিরও৷ রাজ্যে বিভিন্ন প্রান্তে আইন অমান্য কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি৷ বুধবার আইন-অমান্য কর্মসূচি ছিল হাওড়ায়৷ কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের শীর্ষ নেতারা৷ কিন্তু, তাতেও অশান্তি এড়ানো গেল না৷

বুধবার দুপুরে হাওড়া ময়দানের শরৎ সদন চত্বরে জনসভা করে বিজেপি৷ জনসভায় ভাষণ দেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও৷ জনসভা শেষ হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সভার পর আচমকাই মিছিল করে জেলাশাসকের বাংলোর দিকে যাওয়ার চেষ্টা করেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ হাওড়া পুরসভার সামনে মিছিল আটকায় পুলিশ৷ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷ দলের পতাকা ও লাঠি নিয়ে বিজেপি কর্মীরা পুলিশের উপর চড়াও হন বলে অভিযোগ৷ পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেডও ভেঙে দেওয়া হয়৷ শেষপর্যন্ত বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এদিকে পুলিশের বিরুদ্ধে পালটা লাঠিচার্জের অভিযোগ ওঠেছে৷ বিজেপি রাজ্য নেতৃত্বের দাবি, পুলিশের লাঠির আঘাতে গুরুতর জখম হয়েছেন দলের এক মহিলা কর্মী৷

[ অনিশ্চিত রথযাত্রা, বিকল্প কৌশলের সন্ধানে গেরুয়া শিবির]

The post আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমার, হাওড়ায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপি কর্মীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement