shono
Advertisement

Breaking News

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে বলিউডের উপহার, আসছে নতুন ছবি ‘লাভ ইন ইউক্রেন’

ছবিটি মুক্তি পাবে ২৭ মে। 
Posted: 05:49 PM Apr 22, 2022Updated: 06:18 PM Apr 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন। আর এই যুদ্ধের আবহেই যদি সেই মাটিতে প্রেমের জন্ম হয়! হ্য়াঁ, এরকমই এক গল্প নিয়ে বলিউডে তৈরি হয়েছে নতুন ছবি ‘লাভ ইন ইউক্রেন’ (Love in Ukraine)। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ছবির প্রথম পোস্টার। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কুমার গুপ্ত। আর এই ছবি থেকেই বলিউড পাচ্ছে নতুন নায়ক বিপিন কৌশিককে। এই ছবিতে অভিনয় করেছেন রাশিয়ান অভিনেত্রী লিজাবেতা।

Advertisement

ছবির গল্পে উঠে আসবে এক ভারতীয় ছাত্র ও এক রাশিয়ান মেয়ের প্রেমের গল্প। ছবির প্রযোজক জানিয়েছেন, ‘বহুদিন পর বলিউডে এমন একটা প্রেমের গল্প দেখা যাবে।’ ছবির পরিচালকের কথায়, ‘যুদ্ধের ফলে ইউক্রেনের এখন ভয়াবহ চেহারা। তবে এই ছবিতে ইউক্রেনের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকেই তুলে ধরা হয়েছে।’

[আরও পড়ুন: বিয়েতে রণবীরের জুতো চুরি করে আলিয়ার বন্ধুরা চেয়েছিলেন ১১ কোটি! কী করলেন ঋষিপুত্র?]

ছবির টিমের পরিকল্পনা অনুযায়ী, এই ছবি ইউক্রেনেও মুক্তি পাবে। আর ছবি দেখান হবে একেবারে বিনাপয়সায়। প্রযোজকের কথায়, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ভালবাসা ফিরিয়ে আনবে এই ছবি। ছবিটি মুক্তি পাবে ২৭ মে। 

[আরও পড়ুন: ফের বলিউডে যিশু সেনগুপ্ত, নতুন সিরিজে করিশ্মা কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন টলি অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement