shono
Advertisement

নোংরা নর্দমা পরিষ্কার করে ‘নায়ক’আপ নেতা, অনুগামীরাই করালেন দুধস্নান, ভিডিও ভাইরাল

পুরভোটের প্রচারে নেমে অভিনব কাণ্ড!
Posted: 12:33 PM Mar 23, 2022Updated: 01:00 PM Mar 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের পর এবারও বিশ্বের দূষিততম শহরের তকমা পেয়েছে দিল্লি (Delhi)। শুধু তাই নয়। গত বছরের তুলনায় এবার দিল্লির দূষণ বেড়েছে ১৪.৬ শতাংশ। স্বভাবতই দূষণ নিয়ে প্রশাসনের উপর ক্ষোভ রয়েছে রাজধানীর বাসিন্দাদের। এদিকে সামনেই পুরসভা নির্বাচন। ফলে জনতার ক্ষোভ প্রশমনে অভিনব কাণ্ড করে বসলেন দিল্লির এক আপ (AAP) কাউন্সিলর। তিনি নর্দমার পাশে জমা কাদাজলে নেমে নোংরা পরিষ্কার করলেন। কাদা মেখে ওঠার পর নেতাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিলেন আপ সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।

Advertisement

ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায়। পূর্ব দিল্লির আম আদমি পার্টির ওই কাউন্সিলরের নাম হাসিব-উল-হাসান (Haseeb-ul-Hasan)। এদিন আসন্ন নির্বাচনের প্রচারে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পথে নেমেছিলেন হাসিব-উল। দিল্লির শক্তি পার্কের একটি জায়গায় পৌঁছে দেখেন নর্দমার জমা জল উপচে পড়ে কাদাজল জমেছে। দেরি না করে নিজেই নোংরা পরিষ্কার করতে নেমে পড়েন আপ কাউন্সিলর।

[আরও পড়ুন: এবার ইউক্রেন নিয়ে মোদিকে ফোন জনসনের, ভারতের সমর্থন পেতে মরিয়া ইউরোপ]

গোটা ঘটনাটি ভিডিও করেন স্থানীয় বাসিন্দারা। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, সাদা কুর্তা-পাজামা পরেই জমা জলে নেমে পড়েছেন আপ কাউন্সিলর। আর নোংরা পরিষ্কার করে উঠে আসার পর অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ সিনেমার কায়দায় নেতাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছেন আপ অনুগামী ও স্থানীয় বাসিন্দারা।

পরে আসন্ন পুরসভা ভোটে আপ প্রার্থী হাসিব-উল-হাসান বলেছেন, এই এলাকায় বিজেপি (BJP) ক্ষমতায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা একাধিকবার অভিযোগ জানানোর পরেও এখানকার বিজেপি কাউন্সিলর ও বিজেপি বিধায়ক কোনও ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে আমাকেই নোংরা পরিষ্কার করতে ড্রেনে নামতে হল।

[আরও পড়ুন: ই-মেলের মাধ্যমে দিল্লিতে নাশকতার হুমকি, জারি হাই অ্যালার্ট]

প্রসঙ্গত, দিল্লি পুরসভা (সংশোধনী) বিলে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিল্লি পুরসভাকে একত্রিত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। যা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে আপ ও বিজেপির মধ্যে। আপের বক্তব্য, এর ফলে পুরসভা ভোট পিছিয়ে যাবে। এমনকী এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আরজি জানিয়েছেন স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement