সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত নাম। শচীন তেণ্ডুলকরের সতীর্থ। কিন্তু এখন করুণ অবস্থায় দিন কাটাচ্ছেন সেই বিনোদ কাম্বলি (Vinod Kambli)। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের অবস্থা এতটাই সঙ্গিন, নিজে ঠিকমতো হাঁটতেও পারছেন না। আশেপাশের লোকজনের সাহায্য নিয়ে কোনওমতে টলমল পায়ে এগোতে হচ্ছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
দিন কয়েক আগে ভাইরাল হয় বিনোদ কাম্বলির ভিডিও। তবে কোথায় কবে এই ভিডিও তোলা হয়েছে তা জানা যায়নি। ভিডিওর সত্যতাও যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে সেখানে দেখা যাচ্ছে, কোনওমতে বাইক থেকে নেমে দাঁড়িয়েছেন কাম্বলি। তার পরে সামান্য দূরত্বও নিজে পায়ে হেঁটে যেতে পারছেন না তিনি। কয়েকজন মিলে তাঁকে ধরে এগিয়ে দিচ্ছেন। অবস্থা এতটাই খারাপ, এক পায়ের জুতোও খুলে গিয়েছে কাম্বলির।
[আরও পড়ুন: অবসর ভেঙে ফিরলেন ক্রিকেটে, প্রথম ভারতীয় হিসেবে এই দেশের লিগে খেলবেন কার্তিক]
নেটদুনিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন ক্রিকেটপ্রেমীরা। অনেকের মতে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হয়তো গুরুতর অসুস্থ। আবার কেউ বলছেন, অত্যধিক মদ্যপান করেছেন কাম্বলি। সেই জন্যই এভাবে অসংলগ্ন আচরণ করছেন। তবে একযোগে সকলেই প্রার্থনা করছেন কাম্বলির যাই সমস্যা হয়ে থাকুক না কেন তা যেন দ্রুত মিটে যায়। তিনি যেন সুস্থ হয়ে ওঠেন।
কাম্বলির এমন অবস্থা দেখে শচীন তেণ্ডুলকরের প্রসঙ্গও তুলেছেন নেটিজেনদের অধিকাংশ। তাঁদের দাবি, কাম্বলি তো শচীনের ছোটবেলার বন্ধু। একসঙ্গে নিজেদের ক্রিকেট কেরিয়ারও শুরু করেছিলেন। তাহলে বন্ধুর এমন দুর্দশা দেখে কেন সাহায্যের হাত বাড়াচ্ছেন না ক্রিকেটের ঈশ্বর? উল্লেখ্য, ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কাম্বলি। গত বছর তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।