সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতালিতেই নতুন জীবনের সূচনা করে ফেলেছেন মিস্টার অ্যান্ড মিসেস কোহলি। বিরাট-অনুষ্কার প্রেমকাহিনি পরিণয়ের পরিণতি পায় কিনা তা জানতে উদগ্রীব ছিল গোটা দেশ। নানা জল্পনার পর উত্তর মিলেছে সোমবার। টাস্কানির বিলাশবহুল রিসর্টে সাত পাকে বাঁধা পড়ার পর নিজেরাই টুইট করে গোটা বিশ্বকে সে খবর জানিয়ে দিয়েছেন তাঁরা। সোমবারের দিনটা তো কেটে গিয়েছে। মঙ্গলবার কী করছেন নবদম্পতি?
With the DJ of virushkas wedding! #virushka #viratkohli #anushkasharma
A post shared by Virushka (@anushkaviratwedding) on
বিয়ের পর দিন একটি ডিজে পার্টিতে গিয়েছিলেন বিরাট-অনুষ্কা। নববধূ অনুষ্কার হাতে চূড়া। পরনে লং গাউন। আর বিরাট ছিলেন কালো শার্টে। মঙ্গল-সন্ধেটা গান বাজনার মধ্যে দিয়েই কাটে এই সেলিব্রিটি কাপলের। তবে তাঁদের বিয়েকে স্মরণীয় করে রাখতে অভিনব এক সিদ্ধান্ত নিলেন দুই তারকা। তাঁরা ঠিক করেছেন, বিয়ের ছবিগুলি বিক্রি করবেন। আর তা থেকে যে অর্থ পাওয়া যাবে তা চ্যারিটির কাজে লাগানো হবে। জানা যাচ্ছে, আমেরিকান ফ্যাশন ম্যাগাজিনকে নিজেদের বিয়ের অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি বিক্রি করে দেবেন বিরাটরা। একে অপরের হাত ধরে তাঁদের জীবনে সুন্দর হয়ে উঠেছে। তাই তাঁদের বিয়ের ছবি বিক্রির অর্থ দিয়ে এমন অনেক অসহায়ের জীবনেও খুশির ছোঁয়া দিতে চান বিরুষ্কা। তাঁদের এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।
[স্ত্রী অনুষ্কার জন্য দিল্লি ছেড়ে পাকাপাকিভাবে মুম্বইয়ের বাসিন্দা হচ্ছেন বিরাট]
After party! #virushka #viratkohli #anushkasharma
A post shared by Virushka (@anushkaviratwedding) on
ইতিমধ্যেই এই হাই-প্রোফাইল বিয়ের অনেক ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গিয়েছে। তবে এমন এলাহি বিয়ের যে আরও অনেক ছবি গোপনই রয়েছে, তা আন্দাজ করাই যায়। সেসব ছবিই বিক্রি করা হবে। এই সিদ্ধান্ত বিরাট না অনুষ্কার, তা অবশ্য জানা যায়নি। কিন্তু স্ত্রীকে খুশি করতে বিরাট কোনও কসুর করছেন না। বেটারহাফের ইচ্ছেতেই ইতালিতে বিয়ে করেছেন। দিল্লি ছেড়ে মুম্বইয়ের অ্যাপার্টমেন্টে পাকাপাকিভাবে থাকবেনও। এখানেই শেষ নয়, অনুষ্কার জন্য বাগদানের আংটি খুঁজতে নাকি তিন মাস সময় নিয়েছিলেন ভারত অধিনায়ক। শেষমেশ পছন্দের ডিজাইনার হিরের আংটিটি বেছে নেন লেডিলাভের জন্য। অস্ট্রেলিয়ার ডিজাইনারের তৈরি অদ্ভুত সুন্দর আংটির দাম প্রায় এক কোটি টাকা। বিয়ের পিঁড়িতে তো আর রোজ রোজ বসবেন না তিনি। তাই স্ত্রীর জন্য সেরাটাই বেছে নিয়েছেন। তবে ছবি বিক্রির সিদ্ধান্ত নিয়ে এই কাপল বুঝিয়ে দিল, নিজেদের সেরা মুহূর্তেও অন্যদের পাশে রয়েছেন তাঁরা।
[বিয়ের পরও নেটদুনিয়ার খোরাক বিরুষ্কা, শুভেচ্ছাতেও মশকরা]
The post অভিনব উদ্যোগ, চ্যারিটির জন্য বিক্রি হতে চলেছে বিরুষ্কার বিয়ের ছবি appeared first on Sangbad Pratidin.