সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরে আইসিসি-র ব্যাটারদের ক্রমতালিকায় নেমে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli)। দশের বাইরে বেরিয়ে গেলেন হিটম্যান। এগারোয় তিনি। আট থেকে নয় নম্বরে নামলেন বিরাট কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ভারত জিতেছে ২-১। ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলেননি রোহিত ও কোহলি। কিন্তু সিরিজ জিততে সমস্যা হয়নি ভারতের।
আইসিসি-র ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে বাবর আজম। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ডুসেন। তিন ও চারে দুই পাক তারকা। তিনে ফকর জামান। চারে ইমাম উল হক। অর্থাৎ প্রথম দশে তিন পাকিস্তানি তারকা।
[আরও পড়ুন: ‘আমরা গ্রুপ অফ ডেথে রয়েছি’, ডুরান্ড অভিযানের আগে বলছেন মোহনবাগান কোচ বাস্তব]
আয়ারল্যান্ডের তারকা হ্যারি টেক্টর পাঁচে। অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ছ’ নম্বরে। প্রথম দশে রয়েছেন দুই ভারতীয়-শুভমান গিল এবং বিরাট কোহলি। গিল সাতে এবং কোহলি ন’ নম্বরে। আটে কুইন্টন ডি কক এবং দশ নম্বরে স্টিভ স্মিথ। রোহিত শর্মা এগারো নম্বরে।
ওয়ানডে বোলারদের মধ্যে একনম্বরে জশ হ্যাজলউড। প্রথম দশ বোলারের মধ্যে তিনজনই অস্ট্রেলিয়ার। একে হ্যাজলউডের পরে দুই নম্বরে মিচেল স্টার্ক এবং আট নম্বরে অ্যাডাম জাম্পা। আফগানিস্তানের তারকা বোলার রশিদ খান তিনে। প্রথম দশে রয়েছেন একমাত্র ভারতীয় মহম্মদ সিরাজ। ক্রমতালিকায় তিনি চারে। নিউজিল্যান্ডের দুই তারকা ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্ট পাঁচ ও সাতে। আফগানিস্তানের মুজিব উর রহমান রয়েছেন ছয়ে। পাকিস্তানের শাহিন আফ্রিদির র্যাঙ্কিং ৯। বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান দশে।
[আরও পড়ুন: ভাষা সমস্যা মেটাতে ইংরেজি শিখছেন মেসি, শিক্ষক তাঁরই সতীর্থ]