সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়। সাইনা নেহওয়াল থেকে সুনীল ছেত্রী। মুম্বইয়ে বিরুষ্কার রিসেপশনে আক্ষরিক অর্থেই ছিল চাঁদের হাট। খেলা ও বিনোদুনিয়ার জমজমাট ককটেলে ছলকে ছলকে পড়েছিল উচ্ছ্বাস। ঘনঘন ফ্ল্যাশের ঝলকানি। হাসি-তামাশা, গানের সুরের উড়ে বেড়ানো। তবে এত গ্ল্যামারের মধ্যেও আলাদা হয়ে থাকল এক বিশেষ মুহূর্ত। প্রতিবন্ধী ক্রিকেটভক্তকে আলাদা করে নিমন্ত্রণ করেছিলেন বিরাট। হাজারও ব্যস্ততার মধ্যে তাঁর প্রতি মনযোগ দিতে বিন্দুমাত্র ত্রুটি করল না নবদম্পতি।
[ বিরুষ্কার রিসেপশনে চমক, তানি পার্টনারের সঙ্গে ডান্স ফ্লোর মাতালেন কিং খান ]
এই ক্রিকেটভক্তের নাম জ্ঞান সেনানায়কে। শ্রীলঙ্কার বাসিন্দা তিনি। শ্রীলঙ্কান ক্রিকেট দলেরই অন্ধভক্ত। দল যেখানে যায়, প্রায়শই সেখানে গিয়ে হাজির হন তিনি। নিজের প্রতিবন্ধকতাকে অতিক্রম করেই ক্রিকেটের প্রতি ভালবাসা অটুট তাঁর। এবারও দলকে সমর্থন জোগাতে ভারতে এসেছিলেন। এই ক্রিকেটভক্তকে ভালই চেনেন কোহলি। যেমন শচীনের পরম ভক্ত সুধীর কুমারকে চেনে গোটা বিশ্ব। তিনি মুম্বইয়ে আছেন একথা জেনে তাই নিমন্ত্রণ করেছিলেন। তারকাখচিত রিসেপশনে হাজির হন ক্রিকেটভক্তও। তাঁকে দেখেই আলাদা করে ডেকে নেন বিরাট। অনুষ্কাকে পাশে নিয়ে ছবিও তোলেন তাঁর সঙ্গে। ক্রিকেটভক্তকে এদিন ক্রিকেটের ঈশ্বর শচীনের সঙ্গেও ছবি তুলতে দেখা যায়। শ্রীলঙ্কান ক্রিকেটাররা অবশ্য তল্পিতল্পা গুছিয়ে দেশে রওনা দিয়েছেন। কিন্তু শুধু বিরাটের জন্যই থেকে গিয়েছিলেন জ্ঞান। ভালবাসার কোনও দেশ হয় না। সে যদি ক্রিকেটর প্রতি ভালবাসা হয় তাতেই বা কী!
এদিকে বিরাটের এই মনোভাবের প্রশংসায় নেটিজেনরা। শুধু বিয়ের আনন্দ নয়, ক্রিকেটপ্রেম তথা মানবিকতারও নিদর্শন রাখলেন বিরাট। এর আগে নিজেদের বিয়ের ছবিও তাঁরা প্রখ্যাত এক ম্যাগাজিনের কাছে বিক্রি করে দিয়েছিলেন। প্রাপ্ত অর্থ জনকল্যাণে লাগানো হবেই বলে জানিয়েছেন বিরুষ্কা। রিসেপশন শেষ হতে না হতেই অবশ্য খুশির খবর পেয়েছেন অনুষ্কা। পেটা-র বিচারে বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন তিনি। পশুপ্রেমী অনুষ্কার জন্য নিঃসন্দেহে এ ভাল খবর। আনন্দের পালা আপাতত শেষ। অনুষ্কার হাতেও একের পর এক ছবি। অন্যদিকে বিরাটেরও মন দক্ষিণ আফ্রিকা সফরে।
The post তারকাখচিত রিসেপশনে প্রতিবন্ধী ফ্যানকে নিমন্ত্রণ, বিরুষ্কাকে কুর্নিশ নেটিজেনদের appeared first on Sangbad Pratidin.