shono
Advertisement

Breaking News

‘এখন তো তবু অনেক ভাল খেলছি’, ২০১৪ ইংল্যান্ড সফরের তুলনা টেনে দাবি কোহলির

ইংল্যান্ড সফরে দশ ইনিংসে মাত্র ১৩৪ রান করেছিলেন বিরাট।
Posted: 07:47 PM Aug 24, 2022Updated: 11:52 AM Aug 28, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) কবে ফর্মে ফিরবেন? আবার কবে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি আসবে? চলতি বছরের শুরু থেকেই বিরাট ভক্তদের মনে একটাই প্রশ্ন। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে দিনরাতের টেস্ট ম্যাচে শেষবার সেঞ্চুরি করেছিলেন কিং কোহলি। তারপর থেকে শতরান না পেলেও মোটামুটি ভাল স্কোর করছিলেন তিনি। কিন্তু চলতি বছরের আইপিএল থেকে শুরু করে দ্বিপাক্ষিক সিরিজ, কোহলির ব্যাটে রান আসেনি একেবারেই। কিন্তু কোহলি মনে করেন, খুব একটা খারাপ খেলছেন না তিনি। ২০১৪ সালের ইংল্যান্ড সফরের প্রসঙ্গও উত্থাপন করেছেন কোহলি।

Advertisement

২০১৪ সালের ইংল্যান্ডে সফর বিরাটের (Virat Kohli Off Form) কাছে দুঃস্বপ্নের সমান। বারবার একই ধরনের ডেলিভারিতে আউট হয়ে যাচ্ছিলেন তিনি। ওই সফরে দশ ইনিংসে মাত্র ১৩৪ রান করেছিলেন বিরাট। জঘন্য ফর্মের কারণে প্রচুর সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক কালে তাঁর অফ ফর্মের সঙ্গে সেই সময়ের একটা বিশাল বড় তফাৎ রয়েছে বলে মনে করেন বিরাট। আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে খেলতে নামছে ভারত। তার আগেই নিজের ফর্ম নিয়ে মুখ খুলেছেন বিরাট।

[আরও পড়ুন: বোর্ডে সৌরভদের ভবিষ্যৎ কী? ঠিক করবে লোধার সুপারিশে মান্যতা দেওয়া বিচারপতির বেঞ্চই]

একটি সাক্ষাৎকারে বিরাট বলেছেন, “ইংল্যান্ডে বারবার একইভাবে আউট হয়ে যাচ্ছিলাম আমি। সেই সময় বুঝতে পেরেছিলাম, নির্দিষ্ট একটি ক্ষেত্রে আমার গলদ থেকে যাচ্ছে। সেটাকে শুধরে ফেলা অনেক সহজ ছিল। কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম। কেউ আমাকে বলে দিতে পারবে না, ঠিক কোন ক্ষেত্রে আমার ভুল হচ্ছে। তাই আমার মনে হয়, বেশ ভাল খেলছি আমি। মাঝে মাঝেই ছন্দ পেয়ে গেলে বুঝতে পারছি, ভাল পারফরম্যান্স হচ্ছে আমার। এক্ষেত্রে খুব একটা চিন্তার বিষয় রয়েছে বলে আমি মনে করি না।”

সেই সঙ্গে তিনি আরও বলেছেন, ইংল্যান্ডের সময়ের সঙ্গে যদি এখনকার তুলনা করতে হয়, তাহলে আমি বলব ওই সময়টা অনেক বেশি কঠিন ছিল। এখন আমি বেশ ভাল খেলছি। ওই সময় আমার ব্যাটিংয়ে সমস্যা ছিল, কিন্তু এখন তা নেই।” প্রসঙ্গত, ২০২২ সালে খুব বেশি ম্যাচ খেলেননি বিরাট। হারানো ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্যে কঠোর প্রস্তুতি নিচ্ছেন বিরাট। সেই কারণেই বেশ কয়েকটি সিরিজ থেকেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে,। এশিয়া কাপে (Asia Cup) আবার স্বমেজাজে ফিরবেন বিরাট, সেই আশাতেই বুক বাঁধছেন তাঁর অনুরাগীরা। 

[আরও পড়ুন: রাহুলের সঙ্গে মেয়ে আথিয়ার সম্পর্কে সিলমোহর সুনীল শেট্টির, বিয়ে কবে? জানালেন সে কথাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement