shono
Advertisement

‘ইট মারলে পাটকেল খেতে হবে’, গম্ভীরের সঙ্গে ঝামেলার পরে বার্তা কোহলির

বিরাটকে নিয়ে সর্বত্র চর্চা হচ্ছে।
Posted: 12:09 PM May 02, 2023Updated: 12:52 PM May 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইট মারলে পাটকেল খেতেই হবে। নাহলে ইট ছুঁড়ো না। আরসিবি-লখনউ সুপারজায়ান্টস (RCB vs LSG) ম্যাচের শেষে ড্রেসিং রুমে বিরাট কোহলিকে (Virat Kohli) এমন কথাই বলতে শোনা গেল। কোহলি কি ঘুরিয়ে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও নবীন উল হককে বার্তা দিলেন? কারণ আফগান ক্রিকেটার নবীনের সঙ্গে প্রথমে লেগেছিল কোহলির। পরে খেলার শেষে সৌজন্য বিনিময়ের সময়ে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন কোহলি। 

Advertisement

টেনশনের ম্যাচে লখনউ সুপারজায়ান্টসকে হারানোর পরে সাজঘরে উদযাপন করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা। সেখানেই কোহলিকে বলতে শোনা যায়, ”ইফ ইউ ক্যান গিভ ইট, ইউ গট টু টেক ইট, আদারওয়াইজ ডোন্ট গিভ ইট।” যার অর্থ অনেকটা এরকম, ইট মারলে পাটকেল খেতে হবে, নইলে ইট ছুঁড়ো না। কোহলির কাছ থেকে এমন কথা শুনে অনেকের মনে হতেই পারে, উদ্দিষ্ট ব্যক্তি কি তাহলে গৌতম গম্ভীর? নবীন উল হক? কোহলি সেই বার্তাই হয়তো দিলেন। 

[আরও পড়ুন: লখনউয়ের তরুণ ক্রিকেটারকে জুতো দেখাচ্ছেন বিরাট! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক]

 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ক্রিকেটার রোমান অধিপতি মার্কাস অউরেলিয়াসের একটি মন্তব্য তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলা হয়েছে, ”আমরা যা শুনি তা মতামত, ঘটনা নয়। আমরা যা দেখি তা দৃশ্য, সত্য নয়।” কোহলি কি এর মাধ্যমে বোঝাতে চাইলেন তিনি নির্দোষ? যা দেখা যাচ্ছে, তা সঠিক নয়। তার পিছনে লুকিয়ে রয়েছে অন্য সত্য, অন্য গল্প?

 

[আরও পড়ুন: শুধু বিরাটই নন, অতীতেও তারকা ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন বিতর্কিত নবীন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement