সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পরের দিনই শাস্তির মুখে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। সোমবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে হারে আরসিবি (RCB)। তবে এই ম্যাচে একেবারে ব্যর্থ হন বিরাট কোহলি। পরের দিনই জানা যায়, খেলার নিয়মভঙ্গের অভিযোগে জরিমানা হয়েছে তাঁর।
সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে দাপট দেখিয়েছেন দুই দলের ব্যাটাররা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। মাত্র ৪৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেন দলের ওপেনার ডেভন কনওয়ে। তারপর ঝোড়ো হাফসেঞ্চুরি করেন শিবম দুবেও। মাত্র ২৭ বলে ৫২ রান করেন তিনি। দুই ব্যাটারের দাপটে ২০ ওভারের শেষে ২২৬ রান তোলে মহেন্দ্র সিং ধোনির দল। জবাবে ২১৮ রানে শেষ হয়ে যায় আরসিবি ইনিংস।
[আরও পড়ুন: ‘বাবাকে দিল্লি নিয়ে যাওয়ার পিছনে বড় টাকার খেলা’, মুকুল উধাও কাণ্ডে ‘রহস্য’ দেখছেন শুভ্রাংশু]
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই আউট হয়ে যান কোহলি। বাঁহাতি পেসার আকাশ সিংয়ের বল মিস করেন। সেই বল গড়িয়ে অফস্টাম্পের বেল ফেলে দেয়। ম্যাচে খারাপ পারফরম্যান্সের পরের দিনই জরিমানার খাঁড়া নেমে এল কোহলির উপরে। আইপিএলের (IPL) তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আরসিবি ব্যাটার বিরাট কোহলির ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গ করেছেন বিরাট, সেই কারণেই তারকা ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। যদিও আইপিএলের তরফে জানানো হয়নি,ঠিক কী কারণের জন্য শাস্তি পেয়েছেন বিরাট। তবে অনুমান করা যাচ্ছে, দুরন্ত ইনিংস খেলার পরে শিবম দুবে যখন আউট হয়েছেন সেই সময় অত্যধিক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বিরাট। হয়তো সেই কারণেই জরিমানা করা হয়েছে তাঁকে।