shono
Advertisement

Breaking News

Virat Kohli

'তোমার স্ত্রী', কার্তিকের প্রশ্নের উত্তরে কোহলির চটজলদি জবাব, হেসে খুন সতীর্থরা

দেখে নিন সেই ভিডিও।
Posted: 06:40 PM Apr 19, 2024Updated: 07:13 PM Apr 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড গড়েন। মাঠের বাইরে তিনি আবার রসিক। সতীর্থদের সঙ্গে মজা করতেই পছন্দ করেন।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, দীনেশ কার্তিক তাঁর নিজের পছন্দের ক্রীড়াবিদের কথা জানতে চেয়েছেন আরসিবির সতীর্থদের কাছে। আর সেই প্রশ্নের উত্তরে কোহলির রসিকতাপূর্ণ উত্তর শুনে স্বয়ং কার্তিকও অবাক হয়ে যান। যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশাল মিডিয়ায়, তাতে লেখা, নিজের টিমমেটদের চেনো। 

Advertisement

[আরও পড়ুন: হার্দিকের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট আফগান তারকা, ভক্তের পোস্ট শেয়ার করেই মুছে দিলেন]


কার্তিকের প্রশ্ন ছিল, ''আমার পছন্দের অ্যাথলিট কে?'' শর্ত ছিল একটাই, সেই অ্যাথলিট ক্রিকেটার নন। কার্তিকের প্রশ্ন শুনে চটজলদি উত্তর কোহলির, ''তোমার স্ত্রী।'' কার্তিক উত্তর শুনে বলেন, ''দারুণ জবাব।'' পরে অবশ্য কার্তিক স্বীকার করে নেন, কোহলির উত্তরে তিনিও হতভম্ব হয়ে গিয়েছিলেন। বিরাট নিজেও হাসিতে ফেটে পড়েন। সতীর্থরাও হাসতে শুরু করেন। 
দীনেশ কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকল স্কোয়াশ তারকা। শোনা যায়, দীপিকা পাল্লিকলের পরিশ্রম, ওয়ার্ক আউট দেখার পরেই ফিটনেসের উপরে জোর দেওয়ার কথা চিন্তা করেন কোহলি। বিরাট কোহলির ফিটনেস এখন মিথের পর্যায়ে পৌঁছে গিয়েছে।
নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর পর্যন্ত কোহলির ফিটনেসের প্রশংসা করেন। কোহলিকে দেখেই অনুপ্রাণিত যুব ক্রিকেটাররা। 
এদিকে খবর ছড়িয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকতে হলে কোহলিকে ওপেন করতে হবে রোহিত শর্মার সঙ্গে। যদিও এই খবরের সত্যতা স্বীকার করেননি ভারত অধিনায়ক। তিনি জানান, আমার সঙ্গে কারওর কোনও কথা হয়নি। বিশ্বকাপের দল নিয়ে কোনও আলোচনাই হয়নি। 

 

[আরও পড়ুন: দর্শকদের বিদ্রুপের পর এবার বিসিসিআইয়ের শাস্তি, দুঃসময় পিছু ছাড়ছে না হার্দিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement