shono
Advertisement

IND v WI: কোথায় গেল কোহলির ক্যারিশ্মা? শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ড গড়লেন বিরাট

২০১৯ সালের পর থেকে একটি শতরান আসেনি কোহলির ব্যাট থেকে।
Posted: 03:41 PM Feb 11, 2022Updated: 03:51 PM Feb 11, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ কোন বিরাট কোহলি? দেশ-বিদেশের মাটিতে যাঁর ব্যাট বিপক্ষের বোলারের ত্রাস হয়ে উঠত, সেই ব্যাটার আজ এতখানি ম্লান! ব্যাট হাতে যিনি একের পর এক রেকর্ড গড়ে সুনীল গাভাসকর, ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিদের চোখের মণি হয়ে উঠেছিলেন, বর্তমানে ক্রমেই দীর্ঘ হচ্ছে তাঁর ব্যর্থতার তালিকা। কাঁধ থেকে নেতৃত্বের দায়িত্ব ঝেড়ে ফেলেও ফর্মে ফিরতে পারছেন না তিনি। তরুণদের উত্থানের মাঝে ক্রমশই জৌলুস হারাচ্ছে তাঁর পারফরম্যান্স। কোথায় হারিয়ে গেল সেই কোহলির ক্যারিশ্মা? এবার পুরোপুরি হারিয়ে যাবেন না তো তিনি? শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার পর সেই প্রশ্নই যেন মাথাচাড়া দিয়ে উঠল।

Advertisement

২০১৯ সালের পর থেকে একটি শতরান আসেনি কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ- কোনও দলের বিরুদ্ধেই নিজের পুরনো ফর্ম ফেরাতে পারছেন না তিনি। এদিনও লেগ সাইডের বলে ফ্লিক করতে গিয়ে শাই হোপের হাতে ক্যাচ তুলে দিলেন। তখনও খাতাই খোলা হয়নি বিরাটের। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ম্যাচে কোহলির মোট সংগ্রহ ২৬। প্রথম ম্যাচে ৮ এবং দ্বিতীয় ম্যাচে ১৮ রান তাঁর ঝুলিতে। আর এই ম্যাচে তো শূন্য রানেই আউট তিনি। কোনও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার এত কম রান করলেন কোহলি। এর আগে ২০১২/১৩-য় পাকিস্তানের বিরুদ্ধে তিনটি ইনিংসে ১৩ রান করেছিলেন। গড় ছিল ৪.৩৩।

[আরও পড়ুন: হিজাব বিতর্কে ঢুকে পড়লেন পোগবাও, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকার শেয়ার করা ভিডিও ঘিরে জোর চর্চা]

ক্যারিবিয়ান বাহিনীর (West India) বিরুদ্ধে ওয়ানডে সিরিজে এটাই কোহলির সর্বনিম্ন স্কোর। আজকের পর এই ফরম্যাটে এই নিয়ে ১৫টি শূন্য হয়ে গেল তাঁর। আর তাতেই তৈরি হল লজ্জার রেকর্ড। বিরাট টপকে গেলেন বীরেন্দ্র শেহওয়াগ এবং সুরেশ রায়নাকে। আপাতত সবচেয়ে বেশি শূন্য করার তালিকায় শচীন তেণ্ডুলকর (২০), যুবরাজ সিং (১৮) এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (১৬) পর চতুর্থ স্থানে উঠে এলেন কোহলি। 

পরপর দু’টি ম্যাচ জিতে চলতি সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরেছে রোহিত শর্মার দল। আজ ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশই পাখির চোখ ভারতের (Team India)। 

[আরও পড়ুন: ‘অস্ট্রেলিয়ায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, কৃতিত্ব নিল অন্য কেউ’, ঘুরিয়ে শাস্ত্রীকে তোপ রাহানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement