shono
Advertisement

Breaking News

শার্ট গায়ে গম্ভীর মুখে পোজ, ফটোশুটে ছেলেবেলায় ফিরলেন বিরাট! ভিডিও ভাইরাল

হঠাৎ কেন ছেলেবেলায় ফিরে গেলেন সকলের প্রিয় 'চিকু'?
Posted: 11:10 AM Sep 27, 2023Updated: 02:18 PM Sep 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটদুনিয়ার মহাতারকা তিনি। রানমেশিন হিসাবেই তাঁকে চেনেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম সেই বিরাট কোহলি (Virat Kohli) সটান ছেলেমানুষ হয়ে গেলেন। একেবারে ছোট্টবেলার বিরাট সেজে পোজ দিলেন ক্যামেরার সামনে। আবার দেখে মিলিয়ে নিলেন, এত বছর পরেও সেই ছোট্ট বিরাটকেই ছবিতে দেখা যাচ্ছে কিনা। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

হঠাৎ কেন ছেলেবেলায় ফিরে গেলেন সকলের প্রিয় ‘চিকু’? উত্তর মিলেছে কিং কোহলির ইনস্টাগ্রামে। একটি জনপ্রিয় ফোনের বিজ্ঞাপন শুট করতে গিয়ে ছেলেবেলার একটি ছবি দেখেন তিনি। তার পরেই কিং কোহলির ইচ্ছা, ওই ছোটবেলার মতো করেই আরেকটা ছবি তুলতে হবে। অবিকল একই রঙের পোশাক পরে, ছোটবেলার মতোই গম্ভীর মুখে পোজ দেন। মিষ্টি সেই মুহূর্তের ছবি তোলা হয় বিরাটের ফোনে।

 

[আরও পড়ুন: এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার জয়জয়কার, দুই ইভেন্টে সোনা ও রুপো জয় মহিলা শুটারদের]

কেবল ছবি তুলেই ক্ষান্ত নন কিং কোহলি। ছোটবেলার ছবির সঙ্গে মিলিয়ে দেখে নেন, ২০২৩ সালেও তাঁকে একইরকম দেখতে লাগছে কিনা। এই ফটোশুটের ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন বিরাট। তবে সাফ জানিয়ে দেন, একটি ফোনের বিজ্ঞাপন শুট করতেই এই ছবি তোলা। তবে বিরাটের এই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে দুই ছবির মিল-অমিল নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। 

প্রসঙ্গত, এশিয়া কাপে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান। তবে ট্রফি জয়ের পর দুই ম্যাচ বিশ্রামে ছিলেন তিনি। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামতে পারেন কিং কোহলি। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ ওয়ানডে ম্যাচ। 

[আরও পড়ুন: এশিয়ান গেমসে সোনা ভারতীয় মহিলা শুটারের, রোহিতের রেকর্ড ভাঙলেন নেপালের ক্রিকেটার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement