সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দলে থাকবেন না বিরাট কোহলি (Virat Kohli)। জানা গিয়েছে, সোমবারই দলকে ছেড়ে মুম্বই রওনা দিয়েছেন তিনি। ফলে মঙ্গলবার দিল্লিতে ঘরের মাঠে তাঁকে খেলতে দেখা যাবে না। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, একেবারে বিশ্বকাপের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। হঠাৎ কেন বিশ্রাম দেওয়া হল কিং কোহলিকে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
শেষবার কোহলিকে যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল, সেই সময়েও বিতর্কের ঝড় উঠেছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে ঘিরে। ক্রমাগত ব্যাটিং ব্যর্থতার কারণে তাঁর কেরিয়ার নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই সময়ে টানা এক মাস ক্রিকেট থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রেখেছিলেন বিরাট। তারপরে এশিয়া কাপে দুরন্ত ফর্মে ফিরে আসেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি কেরিয়ারের একমাত্র সেঞ্চুরি করেন।
[আরও পড়ুন: মাঠে সাপ ঢোকা থেকে ফ্লাড লাইট বিভ্রাট, রোহিতদের ম্যাচে চূড়ান্ত বিশৃঙ্খলা! দেখুন ভিডিও]
দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও (India vs South Africa) বেশ ভাল ছন্দেই ছিলেন বিরাট। রবিবারের ম্যাচেও অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেছেন তিনি। এহেন পরিস্থিতিতে কেন তাঁকে বিশ্রাম দেওয়া হল, তা নিয়ে বেশ ধন্ধে ক্রিকেটপ্রেমীরা। সাম্প্রতিক অতীতে ভারতীয় দলে যেভাবে চোট আঘাতের সংখ্যা বাড়ছে, তাতে অনেকেই মনে করছেন, বিরাটও কি তাহলে আহত হয়েছেন কোনওভাবে? সেই জন্যই তাঁকে বিশ্রামে পাঠানো হচ্ছে? তবে বিসিসিআই সূত্রে বিরাটের বিশ্রামের কোনও কারণ উল্লেখ করা হয়নি।
দক্ষিণ আফ্রিকা সিরিজের শুরুতেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন দীপক হুডা। তাঁর বদলে দলে নেওয়া হয়েছিল কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। বিরাটের বদলে তাঁকেই দিল্লির ম্যাচে নামানো হবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে গুয়াহাটি থেকে সোজা মুম্বই উড়ে যাবেন বিরাট, এমনটাই শোনা গিয়েছে। তবে আপাতদৃষ্টিতে মঙ্গলবারের ম্যাচের কোনও গুরুত্ব নেই। কিন্তু বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। তাই শেষ মূহূর্ত পর্যন্ত প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইবে ভারত। কিন্তু সেই লড়াইয়ে থাকবেন না বিরাট কোহলি।