সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ম্যাচ। একের পর এক ব্যর্থতা। সে সব স্মৃতি মনে পড়লে এখনও যেন শিউরে ওঠেন বিরাট কোহলি। তাই প্রায় দু’বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক। স্ত্রীর সামনে কেঁদেই ফেলেছিলেন। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানান তিনি।
দেশের জার্সিতে ৭০ তম শতরানের দু’বছর পর এসেছিল কাঙ্ক্ষিত ৭১তম সেঞ্চুরি। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে রানের খরা কাটে কোহলির (Virat Kohli)। সেই ইনিংস নিয়ে তিনি বলেন, ‘‘যে বলে শতরানে পৌঁছে ছিলাম, তার আগেই মনে হয়েছিল, আমি তো ৯৪ রান করে ফেলেছি। আশা করা যায় শতরান হয়ে যাবে। পরের বলে ছক্কা মারি। সেঞ্চুরি করে খুব হেসেছিলাম। সেটা দেখে হয়তো কারও কারও মনে হয়েছিল, ওই শতরানটার জন্য দু’বছর খুব কান্নাকাটি করেছি।’’
[আরও পড়ুন: ফের রাতের মুম্বইয়ে সূর্যোদয়, রশিদের দুরন্ত লড়াইকে ব্যর্থ করে মধুর প্রতিশোধ রোহিতদের]
তবে সেটা কেবলই ছিল ২ সেকেন্ডের মুহূর্ত। ওখানেই আনন্দের ইতি ঘটে। কারণ তিনি জানতেন সেটাই তাঁর শেষ শতরান ছিল না। তবে সেই সঙ্গে বিরাট স্বীকার করেন, সেই শতরানের সময় নিজেকে সামলে নিলেও পরে স্ত্রী অনুষ্কার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি। চোখের কোণে নেমে এসেছিল জল।
চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন কোহলি। জাতীয় দলেও এই ফর্মেই তাঁকে দেখতে চায় অগণিত অনুরাগী। কোহলিরও আশা, তাঁর ঝুলিতে আরও সেঞ্চুরি আসবে। তাই তো শচীন তেণ্ডুলকরের মাইলস্টোন স্পর্শ করার স্বপ্ন দেখেন। ওয়ানডে ক্রিকেটে মাস্টার ব্লাস্টারের সেঞ্চুরি ৪৯টি। তিনটি শতরান পিছনে কোহলি। আরসিবি তারকার কথায়, ‘‘সেই দিনটা আমার কাছে ভীষণ আবেগের হবে, যেদিন শচীনের শতরানের সংখ্যা স্পর্শ করব।’’