shono
Advertisement

Breaking News

অনুষ্কাকে ‘লেডি লাক’বলে মানেন? কী বললেন বিরাট?

ভিডিওতে দেখুন কী বললেন বিরাট? The post অনুষ্কাকে ‘লেডি লাক’ বলে মানেন? কী বললেন বিরাট? appeared first on Sangbad Pratidin.
Posted: 06:22 PM Jun 13, 2017Updated: 12:52 PM Jun 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্কা শর্মাই তাঁর গার্লফ্রেন্ড৷ তাঁর জীবনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী৷ অনুপ্রেরণাও৷ এসব কথা ইতিমধ্যেই নির্দ্বিধায় মেনে নিয়েছেন বিরাট কোহলি৷ তাই বান্ধবীর হাত ধরে ক্যামেরার সামনে আসতে অথবা নির্জনে তাঁর সঙ্গে ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দ্বিধা করেন না ভারত অধিনায়ক৷ কিন্তু অনুষ্কাকে নিয়ে ক্যামেরার সামনে বিরাটকে এত খোলামেলাভাবে কথা বলতে এর আগে কি কখনও শুনেছেন ভক্তরা? হয়তো না৷

Advertisement

[হ্যাকারদের কবলে সিএবি-র ওয়েবসাইট, জানেন ক্লিক করলে কী দেখাচ্ছে?]

ক্রিকেটে ‘লেডি লাক’-এর বিষয়টি বারবারই ঘুরে-ফিরে উঠে আসে৷ বিয়ের পর রোহিত শর্মার ফর্মে ফেরা নিয়ে যেমন আলোচনা হয়েছিল, তেমনই ২০১৫ বিশ্বকাপে বিরাটের খারাপ ফর্মের জন্য দায়ী করা হয়েছিল অনুষ্কার উপস্থিতিকেই৷ সেসময় বিরাট-অনুষ্কার প্রেমকাহিনি নিয়ে উঠেছিল বিতর্কের ঝড়৷ তবে নানা সমালোচনা সত্যেও বিরাট কিন্তু অনুষ্কাকে ‘লাকি’ বলেই মনে করেন৷ সম্প্রতি একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সে কথাই জানালেন একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান৷ মন খুলে বললেন, তিনিও লেডি লাকে বিশ্বাসী৷ জানালেন, কীভাবে অনুষ্কাকে জীবনের সেরা খবরটি দেওয়ার সময় চোখে জল এসে গিয়েছিল তাঁর৷ ক্যাপ্টেন কোহলি বলেন, “সেই সময় মোহালিতে ছিলাম৷ অনুষ্কাও ওখানেই ছিল৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলছিল৷ তখনই খবর আসে আমাকে সীমিত ওভারের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে৷ চোখের সামনে নিজের ক্রিকেট জীবনের ফ্ল্যাশব্যাকটা ফুটে উঠেছিল৷ সঙ্গে সঙ্গে ফোন করে সুখবরটা অনুষ্কা জানাই৷ চোখে জল এসে গিয়েছিল৷ আসলে ভাবতে পারিনি এমন একটা দিন জীবনে আসবে৷ মেলবোর্নে যখন আচমকা টেস্টে নেতৃত্বের ভার আমার কাঁধে তুলে দেওয়া হয়েছিল, তখনও অনুষ্কা সেখানে ছিল৷ এই ভাল মুহূর্তগুলো ওর সঙ্গে ভাগ করে নিতে পেরেছি৷ সে সব কথা মনে পড়লে দারুণ লাগে৷”

[আইএসএল-এ আত্মপ্রকাশ করল নতুন দু’টি দল]

একজন নিজের শুটিং আর সিনেমা নিয়ে ব্যস্ত৷ আর অন্যজনের ঠাসা ক্রীড়াসূচি৷ তা সত্ত্বেও পরস্পরের জন্য সময় বের করে নেন বিরুষ্কা৷ আর তাই হাজার বিতর্ক ও দূরত্বও তাঁদের সম্পর্কে চিড় ধরাতে পারেনি৷

The post অনুষ্কাকে ‘লেডি লাক’ বলে মানেন? কী বললেন বিরাট? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement