সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে সব চেয়ে বড় ব্যবধানে টেস্ট ম্যাচ জিতল ভারত (India)। মুম্বই টেস্টে নিউজিল্যান্ডকে (New Zealand) ৩৭২ রানে উড়িয়ে দিল বিরাট কোহলির দল। ঘরের মাঠে টানা ১৪টি সিরিজ জিতল ভারত। কিউয়িদের উড়িয়ে দিয়ে কোহলির নজরে এখন দক্ষিণ আফ্রিকা সিরিজ (South Africa Series)।
এই দক্ষিণ আফ্রিকার মাটি থেকেই ভারতের টেস্ট সাফল্যের মালা গাঁথার কাজ শুরু হয়েছিল। ২০১৭-১৮ মরসুমে প্রোটিয়া-ভূমে গিয়েছিল কোহলির ভারত। তখন ভারতের দ্রোণাচার্য ছিলেন রবি শাস্ত্রী। নেলসন ম্যান্ডেলার দেশে তিন ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ২-১-এ। প্রথম দুটো টেস্ট ম্যাচ জিতে একসময়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে এগিয়েছিল ২-০-এ। জোহানেসবার্গে ভারত প্রতিকূল পিচে টেস্ট জেতে।
এর পরে ইংল্যান্ডে গিয়ে ভারত সিরিজ জিততে পারেনি। কিন্তু ২০১৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ভারত অস্ট্রেলিয়াকে হারায়। কোহলি সেই সময়ে বলেছিলেন, ভারতের কঠিন পরিশ্রম শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকা সফর থেকে। আর ভারতের এই প্রচেষ্টাই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ভারতকে সিরিজ জিততে সাহায্য করেছিল।
[আরও পড়ুন: IND v NZ 2nd Test: ৩৭২ রানে বিরাট জয় ভারতের, ম্যাচের সেরা মায়াঙ্ক, প্লেয়ার অফ দ্য সিরিজ অশ্বিন]
সেই কারণে মুম্বইয়ের মাটিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পরে কোহলির (Virat Kohli) লক্ষ্য সেই দক্ষিণ আফ্রিকা সিরিজ। কোহলি বলছেন, ”দক্ষিণ আফ্রিকা কঠিন চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে আমরা নিজেদের তৈরি করেছিলাম। আর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে অর্জিত অভিজ্ঞতার ফলাফল পাওয়া যায় অস্ট্রেলিয়ায়। ফলে বোঝাই যাচ্ছে দক্ষিণ আফ্রিকা খুবই কঠিন সফর। আমরা ওখানে গিয়ে জিততে চাই। আমরা যেভাবে খেলি দক্ষিণ আফ্রিকায় গিয়ে সেভাবেই খেলব। সিরিজও জেতার চেষ্টা করবো।”
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে ভারত কখনও টেস্ট সিরিজ জেতেনি। ২০১০-১১ সালে ড্র করেছিল ভারত। এবার ৩টি টেস্ট এবং ৩টি ওয়ানডে খেলবে ভারত। টি টোয়েন্টি সিরিজ স্থগিত করা হয়েছে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। শাস্ত্রী-কোহলি যুগ শেষ ভারতীয় ক্রিকেটে। শুরু হয়েছে দ্রাবিড়-কোহলি অধ্যায়। কোহলি বলছেন, ”মানসিকতা আমাদের আগের মতোই থাকবে। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। ভারতীয় ক্রিকেটের প্রতি আমরা নিবেদিত প্রাণ। আগের ম্যানেজমেন্ট দারুণ কাজ করছিল।” নতুন কোচের অধীনে আগের মতোই এক মন, এক প্রাণ হয়ে খেলতে চান কোহলি।