সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মনেন্ট। গুয়াহাটির মাটিতে ক্রিকেটের চিরন্তন এই প্রবাদ যেন পুনপ্রতিষ্ঠা করলেন বিরাট কোহলি (Virat Kohli)। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে অনবদ্য শতরান করে বিরাট ফের বুঝিয়ে দিলেন, তিনি এখনও রাজাই আছেন।
খুব বেশিদিন আগের কথা নয়। কোহলির ব্যাটের রানের খরা গোটা দেশের ক্রিকেট মহলের জন্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই বিরাট কোহলিকে যেন আবার চেনা মেজাজে দেখা যাচ্ছে। দিন কয়েক আগেই বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ৩ বছরের খরা কাটিয়ে ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। পরের ম্যাচেই ফের সেঞ্চুরি পেলেন তিনি। এটি বিরাটের ওয়ানডে কেরিয়ারের ৪৫তম এবং আন্তর্জাতিক কেরিয়ারের ৭৩তম শতরান। অনবদ্য এই সেঞ্চুরি করে শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেললেন কিং কোহলি। ওয়ানডেতে ঘরের মাঠে এটি ছিল বিরাটের কুড়িতম শতরান। ঘরের মাঠে শচীনের সেঞ্চুরির সংখ্যাও কুড়িই। আর একটি সেঞ্চুরি করলেই এই তালিকায় সবার উপরে চলে যাবেন তিনি। এদিকে ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ানডেতে এতদিন সবচেয়ে বেশি শতরান করার নজির ছিল শচীনের দখলে। সেটি এদিন টপকে গিয়েছেন বিরাট। শচীন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৪ ম্যাচে আটটি সেঞ্চুরি করেছিলেন। কোহলি মাত্র ৪৮ ম্যাচে ৯টি সেঞ্চুরি করে ফেললেন তিনি।
[আরও পড়ুন: চাকরি গেল আরও ৩ প্রাথমিক শিক্ষকের, এপর্যন্ত হাই কোর্টের ‘কোপে’ মোট ২৫৮ জন]
এদিন বিরাটের জন্য মঞ্চ তৈরি করে দিয়েছিলেন দুই ওপেনারই। প্রথম উইকেটের জুটিতে মাত্র ১৯ ওভার ৪ বলে ১৪৩ রান তুলে দেন রোহিত এবং গিল। তাছাড়া গুয়াহাটির এই মাঠ রানেরই মাঠ। উর্বর জমিতে সোনা ফলানোর কাজটা খুব কঠিন ছিল না। কোহলির ইনিংসের শুরুটাও খুব একটা ভাল হয়নি। বার দু’য়েক সুযোগও দিয়েছেন তিনি। কিন্তু দুটি সুযোগই নষ্ট করেন শ্রীলঙ্কার ফিল্ডাররা। শেষপর্যন্ত সেটারই খেসারত দিতে হল তাঁদের। ৮৭ বলে ১১৪ রানের ইনিংস খেললেন কিং কোহলি।
[আরও পড়ুন: প্রাণ কাড়ল শৈত্যপ্রবাহ! কানপুরে প্রবল ঠান্ডায় পাঁচ দিনে মৃত্যু ৯৮ জনের]
তবে একা বিরাট নন, এদিন দুর্দান্ত ইনিংস খেলেছেন অধিনায়ক রোহিত শর্মা এবং ওপেনার শুভমন গিলও। রোহিত (Rohit Sharma) এদিন ওপেন করতে নেমে মাত্র ৬৭ বলে ৮৩ রান করেন। ঈশান কিষানের জায়গায় যে শুভমন গিলকে সুযোগ দেওয়া হয়েছিল, তিনিও এদিন ঝকঝকে ৭০ রানের ইনিংস খেলেন। টিম ইন্ডিয়ার সদ্যপ্রাক্তন সহ-অধিনায়ক কে এল রাহুলও এদিন ২৯ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হল সাত উইকেটে ৩৭৩ রানে।