shono
Advertisement

এবার আউট হয়ে রেকর্ড গড়লেন বিরাট

লক্ষ্মণের পর গত ১৪ বছরে প্রথমবার হিট-উইকেট করলেন কোনও ভারতীয় ব্যাটসম্যান৷ The post এবার আউট হয়ে রেকর্ড গড়লেন বিরাট appeared first on Sangbad Pratidin.
Posted: 10:00 PM Nov 12, 2016Updated: 04:30 PM Nov 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে বিরাট কোহলির নামের পাশে নানা রেকর্ড যুক্ত হয়েছে৷ ‘প্রথম ক্রিকেটার হিসেবে’ একাধিক কীর্তির নজির গড়েছেন ভারতের টেস্ট ক্যাপ্টেন৷ শনিবার রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিন ফের নজির গড়লেন কোহলি৷ তবে এবার তিনি যা ঘটালেন, সেই রেকর্ড নিশ্চয়ই মনে রাখতে চাইবেন না দিল্লির ব্যাটসম্যান৷

Advertisement

কী করলেন তিনি? ভাবতেই পারছেন না! সত্যিই কি তাঁর কিছু বলার ছিল? অন্য কেউ হলে হয়তো এত প্রশ্ন উঠতো না৷ কিন্তু তাঁর কাছ থেকে ক্রিকেটপ্রেমীরা যে এমন কোনও কিছু আশা করেন না৷ তিনি যে বিরাট কোহলি৷ ভারতীয় ক্রিকেটের ‘আইকন’৷ তিনি যে বিশ্বের চার সেরা ব্যাটসম্যানের মধ্যে পড়েন৷ সেই কোহলি কিনা হিট উইকেট হয়ে গেলেন? আদিল রসিদের বলে ব্যাকফুটে পুল করতে গিয়ে পা লাগিয়ে বসলেন উইকেটে৷ দলকে কঠিন পরিস্থিতিতে ফেলে অধিয়াকের এমন বিদায় মেনে নিতে পারছিলেন না স্বয়ং অধিনায়কও৷

রেকর্ড বলছে, স্বাধীনতার বছর দুয়েক পর ১৯৪৯ সালে তৎকালীন ভারত অধিনায়ক লালা অমরনাথ ওয়েস্ট ইন্ডিজের বিরু‌দ্ধে হিট উইকেট হয়েছিলেন৷ একই ঘটনা ঘটিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ৷ সালটা ২০০২৷ সেবারও প্রতিপক্ষ ছিলেন ক্যারিবিয়ানরা৷ তবে অমরনাথের পর কোনও অধিনায়ককে এভাবে লজ্জায় নিমজ্জিত হননি৷ লক্ষ্মণের পর গত ১৪ বছরে প্রথমবার হিট-উইকেট করলেন কোনও ভারতীয় ব্যাটসম্যান৷  বিরাটের আগে ২১জন ভারতীয় ক্রিকেটার টেস্টে হিট উইকেট করে প্যাভিলিয়নে ফিরেছেন৷

The post এবার আউট হয়ে রেকর্ড গড়লেন বিরাট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement