shono
Advertisement

Breaking News

টেস্টে ২৫ তম সেঞ্চুরি বিরাটের, দেখুন অধিনায়কের অভিনব সেলিব্রেশন

ডন ব্র্যাডম্যানের পরই তিনিই বাইশ গজে গড়লেন অনন্য রেকর্ড। The post টেস্টে ২৫ তম সেঞ্চুরি বিরাটের, দেখুন অধিনায়কের অভিনব সেলিব্রেশন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:31 AM Dec 16, 2018Updated: 01:42 PM Dec 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঘ আর কতক্ষণ খাঁচায় বন্দি থাকে? জাল ছিঁড়ে বেরিয়ে এসে নিজের আসল রূপ দেখাতেই ভালবাসে সে। ভারতীয় দলে এমনই একজন বাঘ রয়েছেন। যাঁকে দু-এক ম্যাচে খাঁচাবন্দি করা সম্ভব হলেও বেশিক্ষণ আটকে রাখার সাধ্যি কারও নেই। ঠিক ধরেছেন। কথা হচ্ছে বিরাট কোহলির। অ্যাডিলেডে তাঁর ব্যাটকে ফিকে দেখালেও পারথের বাইশ গজে সে নিজস্ব রং ছড়াল। মূল্যবান সময়ে সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট বুঝিয়ে দিলেন, কোনও উইকেটই তাঁর ব্যাটিংয়ের ভবিষ্যদ্বাণী করতে সমর্থ নয়।

Advertisement

[সাইনা-কাশ্যপকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী করলেন শচীন!]

পারথ টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় টপ-অর্ডার মুথ থুবড়ে পড়লে দলের হাল ধরেন কোহলি। দিনের শেষে সবুজ পিচে ৮২ রানে অপরাজিত ছিলেন তিনি। এমন উইকেটে তাঁর অনবদ্য ইনিংস মুগ্ধ করেছিল প্রাক্তন অজি তারকাদেরও। আর তৃতীয় দিনের শুরুতে সেই ইনিংসকেই সোনায় মুড়িয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি। টেস্ট কেরিয়ারের ২৫ তম সেঞ্চুরি করে পারথের বাইশ গজেও নিজের কৃতিত্বের ছাপ রেখে দিলেন তিনি। আর তারপর সেলিব্রেশনটাও সারলেন একটু অন্যরকম ভঙ্গিতে। গর্বের সঙ্গে একহাতে তুলে ধরলেন ব্যাটটি। গ্লাভস পরা আরেক হাত চুপ করিয়ে দিল সমস্ত নিন্দুককে। যাঁরা ডনের দেশে বিরাটের ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছিলেন। ভারত অধিনায়কের এমন ‘সোয়্যাগে’ ফিদা তাঁর অগণিত ভক্ত। সেলিব্রেশনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

[ডার্বির আগে কড়া হুঁশিয়ারির মুখে ইস্টবেঙ্গল, চিন্তায় ক্লাবকর্তারা]

শতরান করতেই নয়া রেকর্ডের তালিকাতেও ঢুকে পড়লেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ সেঞ্চুরির নিরিখে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় স্থানে উঠে এলেন কোহলি। বর্তমানে সাতটি সেঞ্চুরির মালিক তিনি। তাঁর সামনে রয়েছেন শুধুমাত্র শচীন তেণ্ডুলকর (১১) এবং সুনীল গাভাসকর (৮)। শুধু তাই নয়, ডন ব্র্যাডম্যানের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে ২৫ টি সেঞ্চুরি করলেন তিনি। ১২৭ ইনিংসে এই মাইলস্টোন ছুঁলেন ক্যাপ্টেন কোহলি। কিংবদন্তি ব্র্যাডম্যান ৬৮ ইনিংসেই এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

The post টেস্টে ২৫ তম সেঞ্চুরি বিরাটের, দেখুন অধিনায়কের অভিনব সেলিব্রেশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement