shono
Advertisement

‘আমাকে নিয়ে আইপিএল বাঁচিয়ে দিল শেহবাগ’, বিধ্বংসী সেঞ্চুরি করে বিস্ফোরক গেইল

বিধ্বংসী সেঞ্চুরিতে যেন সমালোচকদের খোলা চিঠি গেইলের৷ The post ‘আমাকে নিয়ে আইপিএল বাঁচিয়ে দিল শেহবাগ’, বিধ্বংসী সেঞ্চুরি করে বিস্ফোরক গেইল appeared first on Sangbad Pratidin.
Posted: 11:16 AM Apr 20, 2018Updated: 05:31 PM Nov 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম ভেঙেছে ক্যারিবিয়ান দৈত্যের৷ বৃহস্পতিবার পাঞ্জাবের হাতে যখন হায়দরাবাদের সূর্যাস্ত নিশ্চিত হচ্ছে, তখন অনেকেই মনে মনে এ কথাই ভাবছিলেন৷ আর এই ক্রিকেট দৈত্যের ঘুম ভাঙলে যে কী হতে পারে তার সাক্ষী আগেও থেকেছেন ক্রিকেটপ্রেমীরা৷ গতকালও থাকলেন৷ আবার চর্চা শুরু হল ক্রিস গেইলকে নিয়ে৷ বিধ্বংসী সেঞ্চুরি করার পর বিস্ফোরক ক্যারিবিয়ান তারকা বলে গেলেন, তাঁকে নিয়ে আইপিএলকেই বাঁচিয়ে দিলেন শেহবাগ৷

Advertisement

[  প্রসেনজিৎ-ঋতুপর্ণার হাত ধরে শহরে কেকেআর-এর ‘জায়ান্ট’ হেলমেট ]

নিজে ছিলেন মারকুটে ব্যাটসম্যান৷ গান গাইতে গাইতে পেস বোলারকে ছক্কা হাঁকানো ছিল তাঁর নেশা৷ হেড কোচ  হয়ে ফ্র্যাঞ্চাইজির জন্য নিলামে ক্রিকেটার বাছতে গিয়ে তাই কোনও ভুলচুক করেননি বীরেন্দ্র শেহবাগ৷ তুলে নিয়েছেন ক্রিস গেইলকে৷ কোন গেইল? নাহ, সেই সোনালি দিনের গেইল নয়৷ গত কয়েকটি আইপিএলে কিছুতেই যেন নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না৷ জড়িয়েছেন হাজারো বিতর্কে৷ ফর্মও ক্রমশ পড়তির দিকে৷ কিন্তু শেহবাগ জানতেন, গাভাসকরের উদ্ধৃতি মেনেই হয়তো জানতেন, ফর্ম সাময়িক কিন্তু ক্লাস চিরন্তন৷ ফলে নিলামের প্রথম পর্বে অবিক্রিত থেকে যাওয়া গেইলকে তুলে নিতে দ্বিধা করেননি৷ শেহবাগ বোধহয় আশা করেছিলেন, এই ভরসার জায়গাই গেইলকে তাতিয়ে তুলবে৷ বলেওছিলেন, গেইল যদি তাঁদের দুটো ম্যাচ জিতিয়ে দেন তাহলেই পয়সা উসুল৷ ভুল যে কিছু বলেননি হায়দরাবাদের বিরুদ্ধে তার প্রমাণ রাখলেন গেইল৷ ৬৩ বলে ১০৩ শুধু একটা সেঞ্চুরি নয়, অনেক কিছুর জবাবও৷ গেইলের ব্যাট যেন বলে দিচ্ছিল, নিলাম-ফ্র্যাঞ্চাইজি-বিশেষজ্ঞ-সমালোচক কিছুই নয়৷ লড়াইটা ব্যাটে-বলের৷ লড়াইটা ইস্পাতকঠিন মানসিকতার, দাঁতে দাঁত চেপে পালটা দেওয়ার৷ সেখানে কথা বলে ক্রিকেটারের স্কিল, আর কিছুই নয়৷ ব্যবসা-বাণিজ্য নয়, একজন জহুরি ক্রিকেটারই জহরকে চিনতে পারেন৷

 সেলিব্রিটি তকমা সরিয়ে ‘গাল্লি ক্রিকেট’ মাস্টার ব্লাস্টারের, ভাইরাল ভিডিও ]

চলতি আইপিএল-এর প্রথম সেঞ্চুরিটা তাই গেইলের নামের পাশেই লেখা থাকল৷ এরকম সেঞ্চুরি তিনি হয়তো আগেও করেছেন৷ কিন্তু এদিনেরটা ছিল অনেক সমালোচনার উত্তরে তাঁর খোলা চিঠি৷ আর সে চিঠি সঠিক জায়গায় পৌঁছানোর পরই গেইলের বিস্ফোরক মন্তব্য, তাঁকে নিয়ে আইপিএল-কেই বাঁচিয়ে দিয়েছেন শেহবাগ৷ এবার সামনে কলকাতা৷ যে দলের হয়ে অতীতে বহু দুর্ধর্ষ পারফরম্যান্স আছে তাঁর৷ পুরনো দলের বিরুদ্ধেও কি এরকমই খুনে মেজাজে থাকবেন? বীর-জারা ম্যাচে যদি তা হয় তবে ক্রিকেটপ্রেমীদের পাওনার ষোলোকলা যে পূর্ণ হবে, তা বলার অপেক্ষা রাখে না৷

The post ‘আমাকে নিয়ে আইপিএল বাঁচিয়ে দিল শেহবাগ’, বিধ্বংসী সেঞ্চুরি করে বিস্ফোরক গেইল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement