সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম ভেঙেছে ক্যারিবিয়ান দৈত্যের৷ বৃহস্পতিবার পাঞ্জাবের হাতে যখন হায়দরাবাদের সূর্যাস্ত নিশ্চিত হচ্ছে, তখন অনেকেই মনে মনে এ কথাই ভাবছিলেন৷ আর এই ক্রিকেট দৈত্যের ঘুম ভাঙলে যে কী হতে পারে তার সাক্ষী আগেও থেকেছেন ক্রিকেটপ্রেমীরা৷ গতকালও থাকলেন৷ আবার চর্চা শুরু হল ক্রিস গেইলকে নিয়ে৷ বিধ্বংসী সেঞ্চুরি করার পর বিস্ফোরক ক্যারিবিয়ান তারকা বলে গেলেন, তাঁকে নিয়ে আইপিএলকেই বাঁচিয়ে দিলেন শেহবাগ৷
[ প্রসেনজিৎ-ঋতুপর্ণার হাত ধরে শহরে কেকেআর-এর ‘জায়ান্ট’ হেলমেট ]
নিজে ছিলেন মারকুটে ব্যাটসম্যান৷ গান গাইতে গাইতে পেস বোলারকে ছক্কা হাঁকানো ছিল তাঁর নেশা৷ হেড কোচ হয়ে ফ্র্যাঞ্চাইজির জন্য নিলামে ক্রিকেটার বাছতে গিয়ে তাই কোনও ভুলচুক করেননি বীরেন্দ্র শেহবাগ৷ তুলে নিয়েছেন ক্রিস গেইলকে৷ কোন গেইল? নাহ, সেই সোনালি দিনের গেইল নয়৷ গত কয়েকটি আইপিএলে কিছুতেই যেন নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না৷ জড়িয়েছেন হাজারো বিতর্কে৷ ফর্মও ক্রমশ পড়তির দিকে৷ কিন্তু শেহবাগ জানতেন, গাভাসকরের উদ্ধৃতি মেনেই হয়তো জানতেন, ফর্ম সাময়িক কিন্তু ক্লাস চিরন্তন৷ ফলে নিলামের প্রথম পর্বে অবিক্রিত থেকে যাওয়া গেইলকে তুলে নিতে দ্বিধা করেননি৷ শেহবাগ বোধহয় আশা করেছিলেন, এই ভরসার জায়গাই গেইলকে তাতিয়ে তুলবে৷ বলেওছিলেন, গেইল যদি তাঁদের দুটো ম্যাচ জিতিয়ে দেন তাহলেই পয়সা উসুল৷ ভুল যে কিছু বলেননি হায়দরাবাদের বিরুদ্ধে তার প্রমাণ রাখলেন গেইল৷ ৬৩ বলে ১০৩ শুধু একটা সেঞ্চুরি নয়, অনেক কিছুর জবাবও৷ গেইলের ব্যাট যেন বলে দিচ্ছিল, নিলাম-ফ্র্যাঞ্চাইজি-বিশেষজ্ঞ-সমালোচক কিছুই নয়৷ লড়াইটা ব্যাটে-বলের৷ লড়াইটা ইস্পাতকঠিন মানসিকতার, দাঁতে দাঁত চেপে পালটা দেওয়ার৷ সেখানে কথা বলে ক্রিকেটারের স্কিল, আর কিছুই নয়৷ ব্যবসা-বাণিজ্য নয়, একজন জহুরি ক্রিকেটারই জহরকে চিনতে পারেন৷
[ সেলিব্রিটি তকমা সরিয়ে ‘গাল্লি ক্রিকেট’ মাস্টার ব্লাস্টারের, ভাইরাল ভিডিও ]
চলতি আইপিএল-এর প্রথম সেঞ্চুরিটা তাই গেইলের নামের পাশেই লেখা থাকল৷ এরকম সেঞ্চুরি তিনি হয়তো আগেও করেছেন৷ কিন্তু এদিনেরটা ছিল অনেক সমালোচনার উত্তরে তাঁর খোলা চিঠি৷ আর সে চিঠি সঠিক জায়গায় পৌঁছানোর পরই গেইলের বিস্ফোরক মন্তব্য, তাঁকে নিয়ে আইপিএল-কেই বাঁচিয়ে দিয়েছেন শেহবাগ৷ এবার সামনে কলকাতা৷ যে দলের হয়ে অতীতে বহু দুর্ধর্ষ পারফরম্যান্স আছে তাঁর৷ পুরনো দলের বিরুদ্ধেও কি এরকমই খুনে মেজাজে থাকবেন? বীর-জারা ম্যাচে যদি তা হয় তবে ক্রিকেটপ্রেমীদের পাওনার ষোলোকলা যে পূর্ণ হবে, তা বলার অপেক্ষা রাখে না৷
The post ‘আমাকে নিয়ে আইপিএল বাঁচিয়ে দিল শেহবাগ’, বিধ্বংসী সেঞ্চুরি করে বিস্ফোরক গেইল appeared first on Sangbad Pratidin.