shono
Advertisement

হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি, হঠাৎ কী হল সঙ্গীত পরিচালকের?

হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করেছেন বিশাল।
Posted: 10:04 AM Nov 18, 2023Updated: 10:04 AM Nov 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই হাসপাতালে ভর্তি জনপ্রিয় সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে বিশাল নিজেই অনুরাগীদের সেখবর দিয়েছেন। তবে কিছুতেই জানাতে চাননি, তাঁর হাসপাতালে ভর্তির কারণ।

Advertisement

সোশাল মিডিয়ায় কী লিখলেন বিশাল?

ইনস্টাগ্রামে বিশাল একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। সেই ছবি পোস্ট করে বিশাল লিখলেন, ”আমার কী হয়েছে জানতে চাইবেন না। এটা ভুল প্রশ্ন। বরং আমাকে জিজ্ঞাসা করুন অভিজ্ঞতাটা কেমন? আমি বলব দারুণ। ডর কে ক্যায়া জিনা। ভালো ভাবে বেঁচো থাকো বন্ধুরা।”

[আরও পড়ুন: শাহরুখের দাপট! ‘ডাঙ্কি’র জেরেই কি পিছিয়ে গেল ক্যাটরিনার ‘মেরি ক্রিসমাস’-এর মুক্তি?]

সিনেমা, সিরিজে সঙ্গীত পরিচালনার সঙ্গে সঙ্গে আজকাল তাঁকে দেখা যাচ্ছে, ‘ইন্ডিয়ান আইডলের ১৪’-তে বিচারক হিসেবে। শ্রেয়া ঘোষাল ও কুমার শানুর সঙ্গে এই শোয়ের বিচারক তিনিও। বিশালের এমন পোস্ট দেখে রীতিমতো দুশ্চিন্তায় অনুরাগীরা। অনেকে কমেন্ট বক্সে লিখলেন, ”সুস্থ হয়ে উঠুন জলদি। আশা করি কোনও কঠিন সমস্যায় ভুগছেন না আপনি!”

[আরও পড়ুন: গোপনে প্রেম করছেন করণ জোহর! প্রেমিকের নাম ফাঁস করলেন করিনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement