shono
Advertisement

Breaking News

‘প্রাইভেট জেট, বিলাসযাপন, ধর্মের ব্যবসা! এরা ধর্মগুরু?’, সদগুরুকে খোঁচা দিয়ে বিস্ফোরক বিবেক!

আধুনিক ধর্মগুরুদের কটাক্ষ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর।
Posted: 03:22 PM Aug 19, 2023Updated: 03:22 PM Aug 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ধর্ম নিয়ে ব্যবসা করে বিলাসবহুল জীবনযাপন। তারকাদের সঙ্গে আড্ডার ভিডিও তৈরি করা। এরা কীরকম ধর্মগুরু?”, বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী। নাম না করেই সদগুরুকে কটাক্ষ করলেন পরিচালক?

Advertisement

সম্প্রতি এক সংবাদমাধ্যমে আধুনিক ধর্মগুরুদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক। প্রশ্ন ছোঁড়েন, “অক্ষয় কুমার, করিশ্মা কাপুর, কঙ্গনা রানাউতদের মতো তারকাদের সঙ্গে ধর্মগুরুদের ভিডিও শুট করার কী আছে?” পাশাপাশি আধুনিক ধর্মগুরুদের বিলাসবহুল জীবনযাপন, ব্যক্তিগত চার্টার্ড বিমান, কোটি কোটি টাকার পাঁচতারা আশ্রম নিয়েও কটাক্ষ করতে শোনা যায় বিবেক অগ্নিহোত্রীকে।

কোনও ধর্মগুরুর নামোল্লেখ করেননি ঠিকই, তবে পরিচালকের মন্তব্য শুনলে সাফ বোঝা যায় যে পরোক্ষভাবেই তিনি সদগুরুর জীবনযাপন নিয়ে খোঁচা দিয়েছেন। বিবেক অগ্নিহোত্রী বলছেন, “এই মর্ডান ধর্মগুরুদের আশ্রম দেখেছেন? পাঁচ তারা কিংবা সাত তারা হোটেলের থেকেও বেশি বিলাসবহুল। এই গুরুরা প্রাইভেট জেট ব্যবহার করেন। ভগবান বুদ্ধকে কখনও এভাবে ভাবতে পারবেন?”

[আরও পড়ুন: ফের পর্দায় দেশপ্রেমকে উসকে দেবেন রাজকুমার রাও, নেতাজির পর এবার ভগৎ সিং]

এরপরই পরিচালকের খোঁচা, ” দরকারটা কী এত্ত সেলেবদের সঙ্গে ছবি তোলার, ভিডিও করার! ১০-১৫ জন দেহরক্ষী নিয়ে চলছে। কেউ ওদের জুতোর ফিতে বেঁধে দিচ্ছে তো কেউ মালা পরাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি। ওদের আশ্রমের ঘরে থাকার জন্য ২০ হাজার টাকা নিচ্ছে। তারপর আবার অক্ষয় কুমার, কঙ্গনা, করিশ্মাদের সঙ্গে ভিডিও বানাচ্ছে! এটা কী ধরনের ধর্মপালন?”

[আরও পড়ুন: পালটাচ্ছিলেন পোশাক! গ্রিনরুমে ফটোগ্রাফাররা ঢুকতেই চেঁচিয়ে উঠলেন দীপিকা, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার