সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলসে’র অবিশ্বাস্য বাণিজ্যিক সাফল্যের পর এবার আরও একটি বিতর্কিত বিষয় নিয়ে ছবি বানাতে চলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri)। শুক্রবার নিজেই টুইটারে নতুন ছবির কাজ শুরুর কথা জানিয়েছেন বিতর্কিত পরিচালক। বিবেকের নতুন ছবিটির নাম হতে চলেছে ‘দ্য দিল্লি ফাইলস’ (The Delhi Files)। ইতিমধ্যেই বিবেকের নতুন ছবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাঁর পছন্দের অভিনেতা অনুপম খের।
গত ১১ মার্চ মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। নয়ের দশকে কাশ্মীর থেকে কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা হয়েছিল, কীভাবে পরিবারগুলির উপর চলেছিল নিপীড়ন, সেই বাস্তব চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক। অনুপম খের (Anupam Kher) ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো তারকারা। ইতিমধ্যেই তিনশো কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ যখন বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছিল তখনই বিবেক অগ্নিহোত্রী ইঙ্গিত দিয়েছিলেন আরও দুটি বিতর্কিত ইস্যু নিয়ে ছবি করতে চান তিনি।
[আরও পড়ুন: ‘স্ত্রীকে অন্তঃসত্ত্বা করুন’, জেলবন্দিকে ১৫ দিনের জন্য ছুটি দিল যোধপুর হাই কোর্ট]
শুক্রবার সেই সিরিজেরই প্রথম ছবির নাম ঘোষণা করেছেন তিনি। তাঁর নতুন ছবির বিষয়বস্তু কী হবে তা নিয়ে অবশ্য এখনও পরিচালকের মুখে রা নেই। তবে সূত্রের দাবি, বিবেকের নতুন ছবিটি হতে চলেছে চুরাশির শিখ দাঙ্গা (Sikh Riot) নিয়ে। যদিও কারও কারও ধারণা ২০২০ সালে দিল্লিতে ঘটে যাওয়া হিন্দু-মুসলিম দাঙ্গা নিয়েও ছবির গল্প সাজাতে পারেন তিনি। তবে, পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের দাবি এই ছবিটি শিখ হতে চলেছে শিখ দাঙ্গা নিয়েই।
[আরও পড়ুন: যুদ্ধেও থমকে নেই অস্ত্রের জোগান, ভারতকে দ্বিতীয় এস-৪০০ মিসাইল সিস্টেম পাঠাচ্ছে রাশিয়া]
বলে রাখা দরকার, বিবেক অগ্নিহোত্রী বিতর্কিত বিষয় নিয়েই ছবি বানাতে পছন্দ করেন। এর আগে ‘দ্য তাসখন্দ ফাইলস’ ‘বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম’-এর মতো ছবি তৈরি করেছেন বিবেক। যার জেরে বিতর্কেও জড়াতে হয়েছে তাঁকে। কিন্তু বিবেক থামার পাত্র নন। ‘দ্য তাসখন্দ ফাইলস’ বা ‘দ্য কাশ্মীর ফাইলসে’র মতো ‘দ্য দিল্লি ফাইলস’ ছবিতেও বিবেকের সঙ্গে জুটি বাঁধতে পারেন অভিনেতা অনুপম খের। ইতিমধ্যেই টুইট করে এই ছবিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন অনুপম। ছবির জন্য বিবেককে আগাম শুভেচ্ছাবার্তা দিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। স্বাগত জানিয়েছেন শিখ দাঙ্গার শিকার হরবিন্দ্র সিংহ ফুলকাও।