সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাত কালো হয়ে যাচ্ছে ভ্লাদিমির পুতিনের! কী হয়েছে প্রবল প্রতাপশালী রুশ রাষ্ট্রপ্রধানের? সম্প্রতি প্রকাশ্যে আসা কয়েকটি ছবি ঘিরেই তৈরি হয়েছে এই প্রশ্ন। নানা জল্পনায় সরগরম বিশ্লেষক মহলও। অনেকেই মনে করছেন, পুতিনের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। ইউক্রেন যুদ্ধের চাপও তাঁর স্বাস্থ্যে প্রভাব ফেলছে।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস’-এ প্রকাশিত এক রিপোর্ট বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। ওই প্রতিবেদনে পুতিনের কয়েকটি সদ্যপ্রকাশিত ছবির কথা বলা হয়েছে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ফটোগুলিতে পুতিনের (Vladimir Putin) হাতে কালো ছোপ দেখা যাচ্ছে। বিশ্লেষকদের একাংশের মতে, এগুলো ধমনীতে দেওয়া ইঞ্জেকশনের দাগ। কারণ, রুশ প্রেসিডেন্টকে নাকি এত ইঞ্জেকশন দেওয়া হচ্ছে যে হাত ছাড়া শরীরে আর জায়গা থাকছে না। এই বিষয়ে প্রাক্তন সেনা আধিকারিক তথা ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রিচার্ড দানাত বলেন, “পর্যবেক্ষকরা দেখেছেন তাঁর (পুতিনের) হাত কালো হয়ে যাচ্ছে। এগুলো ইঞ্জেকশনের দাগ। শরীরের অন্য অংশে ইঞ্জেকশন দেওয়া না গেলে হাতে দেওয়া হয়। পুতিনের শারীরিক অবস্থা এখন কেমন সেই বিষয়ে জানা জরুরি।”
[আরও পড়ুন: শিক্ষার অধিকার চাইতেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের চাবুক মারল তালিবান, ভাইরাল ভিডিও]
কয়েক মাস আগেই একটি মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে পুতিন ক্যানসার আক্রান্ত। তাঁর শরীরে সেই রোগ অনেকটা ছড়িয়ে গিয়েছে। ওই রিপোর্টে আরও বলা হয়, গত মার্চ মাসে রুশ প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তার উপর ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি তাঁর স্নায়ুতে চাপ তৈরি করছে। বলে রাখা ভাল, চলতি মাসেই ৭০ বছরে পা দিয়েছেন পুতিন। ফলে স্বাভাবিকভাবেই বার্ধক্যজনিত কিছু অসুস্থতা তাঁর রয়েছে।
উল্লেখ্য, মাস কয়েক আগে সিডনির এক কসমেটিক সার্জন ইনস্টাগ্রামে পুতিনের ভিন্ন বয়সের দু’টি ছবি পোস্ট করেছেন। তাঁর দাবি, যৌবন ধরে রাখতে মুখে বোটক্স প্রয়োগ করছেন পুতিন। এবং এর ফলে তাঁকে দেখতে অনেকটা ‘বুড়ো বিড়ালের’ মতো লাগছে। এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সামনে নিজের ‘স্ট্র্ং ম্যান’ ইমেজ ধরে রাখতেই এসব প্রচেষ্টা পুতিনের। কিছুতেই বয়সজনিত দুর্বলতা প্রকাশ্যে আনতে চান না তিনি। ‘New York Post’ দাবি করেছিল, সম্প্রতি দেশের অলিম্পিক খেলোয়াড়দের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা যায় পুতিনকে। সেখানে তোলা ছবিতে রুশ প্রেসিডেন্টকে স্পষ্টতই ফ্যাকাশে লাগছিল। কয়েকদিন আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে পুতিনকে টেবিল আঁকড়ে বসে থাকতে দেখা যায়। ছবিতে মনে হচ্ছিল তিনি অত্যন্ত দুর্বল। সবমিলিয়ে পুতিনের শারীরিক অবস্থা বিশেষ ভাল নয় বলেই মনে করা হচ্ছে।