shono
Advertisement

২০১৯-এর নির্বাচনে ব্যালটে ভোট নেওয়ার আরজি ১৭টি রাজনৈতিক দলের

নির্বাচনে অস্বচ্ছতা দূরীকরণের লক্ষ্যেই আবেদন৷ The post ২০১৯-এর নির্বাচনে ব্যালটে ভোট নেওয়ার আরজি ১৭টি রাজনৈতিক দলের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:56 PM Aug 02, 2018Updated: 07:26 PM Aug 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রিগিং’ কিংবা ‘ইভিএমের কারচুপি‌’৷ প্রতিটি নির্বাচনে বিরোধীদের মুখ থেকে লাগাতার এমনই অভিযোগ শুনে এসেছেন দেশের আমজনতা৷ প্রতিটি নির্বাচনেই ভোট প্রক্রিয়া নিয়ে বিরোধীদের তোলা গুচ্ছের অভিযোগ হজম করতে হয়েছে নির্বাচন কমিশনকে৷ ভোটে অস্বচ্ছতার অভিযোগে নির্বাচন বাতিলেও অভিযোগ উঠেছে বহু৷ ফলে, নির্বাচনে অস্বচ্ছতা দূরীকরণের লক্ষ্যে কমিশনের কাছে ২০১৯ সালের সাধারণ নির্বাচন ব্যালটে নেওয়ার আবেদন করছে ১৭টি রাজনৈতিক দল৷ আজ, রাজধানীতে এক যোগে ১৭টি রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দল নির্বাচনের কমিশনারের সঙ্গে দেখা করে তাদের দাবি পেশ করেন৷

Advertisement

ডঅমিত শাহর বক্তব্য বিশ্বাসযোগ্য নয়, সিটের বক্তব্যে অস্বস্তি গেরুয়া শিবিরে

ইভিএম বা ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে ভোট জালিয়াতি হচ্ছে। কেন্দ্রের শাসকদল ইভিএম হ্যাক করে ডিজিটাল রিগিং করছে। দেশের বিরোধী দলের নির্বাচন কমিশনের কাছে বারবার এই অভিযোগ এনেছে। আম আদমি পার্টি তো এটা নিয়ে কোর্টেও গিয়েছে। কংগ্রেসও চ্যালেঞ্জ নিয়ে জানান ২০১৯ লোকসভা ভোট ব্যালেটে হলে নরেন্দ্র মোদির হার নিশ্চিত। কংগ্রেসের এমন দাবির পর বিজেপিও ব্যালেটে ভোটের পক্ষে সওয়াল করল।

[‘ভারতে আর অতিরিক্ত মুসলিমের দরকার নেই, কিন্তু নেতাদের তাঁদের প্রয়োজন’]

এক্ষেত্রে যদি দেশের সব রাজনৈতিক দল সহমত পেশ করে তাহলে ব্যালটে ভোটগ্রহণ চালু হতে পারে আগেই আশ্বাস দিয়েছে কমিশন৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিনও কমিশনের তরফে এমনই আশ্বাস দেওয়া হয়৷ যদিও, ইভিএমের বদলে ব্যালটে ভোটগ্রহণ চালু করতে মরিয়া কংগ্রেস সহ অধিকাংশ বিরোধীদল৷ বিরোধী দলগুলির ইভিএমে কারসাজির লাগাতার অভিযোগ তুলে আগেই সরম হয়েছে আপ থেকে কংগ্রেস৷ গত প্লেনারি অধিবেশনে ইভিএমের বদলে ব্যালট ব্যবহারের প্রস্তাব গ্রহণ করেছে কংগ্রেস৷ কংগ্রেসের দাবি, বিশ্বের প্রতিষ্ঠিত গণতন্ত্রগুলি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছ্বতার স্বার্থে ব্যালটে ফিরেছে, তাই ভারতেরও সেই পথে হাঁটা উচিত৷ নির্বাচন কমিশনের কাছে ইভিএম-এর পরিবর্তে ফের ব্যালট চালুর আবেদন আগেই জানিয়েছেন কংগ্রেস৷ কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টি, এনসিপি, আরজেডি, বিএসপি, এসপি, তৃণমূলও ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোটের পক্ষে৷ ফলে, এদিনের ১৭ দলের একযোগে ব্যালট ফেরানোর আবেদন অত্যন্ত গুরুত্ব বলে মনে করছে রাজনৈতিক মহল৷ তবে, বিরোধীরা আবেদন ইভিএমে কারচুপি অভিযোগ তুললেও নির্বাচন কমিশনের দাবি, তাদের ব্যবহৃত ভোটের মেশিনে আদৌ এমন কারচুপি অসম্ভব৷

The post ২০১৯-এর নির্বাচনে ব্যালটে ভোট নেওয়ার আরজি ১৭টি রাজনৈতিক দলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement