shono
Advertisement

ক্যুইজের উত্তর দিলেই মিলবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

শর্ত শুধু একটাই অংশ নিতে হবে অনলাইন ক্যুইজে৷ পাঁচ মিনিটে দিতে হবে ২০টি প্রশ্নের উত্তর৷ The post ক্যুইজের উত্তর দিলেই মিলবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:07 PM May 30, 2016Updated: 10:37 AM May 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ঘোষণা এনডিএ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতেই হয়ে গিয়েছে৷ দেশবাসীকে সরাসরি নিজের সঙ্গে দেখা করার সুযোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শর্ত শুধু একটাই অংশ নিতে হবে অনলাইন ক্যুইজে৷ উত্তর দিতে হবে কিছু প্রশ্নের৷ যেমন দেশের মোট আয়কর জমার পরিমাণ কিংবা দেশে মোট কতজন আমলা নিযুক্ত রয়েছেন প্রশাসনিক পদে৷ সঠিক উত্তর দিলেই মোদির সঙ্গে দেখা করার সুযোগ মিলবে৷

Advertisement

এর জন্য যেতে হবে https://www.mygov.in/ সাইটে৷ সেখানে গিয়ে প্রশ্নোত্তরে অংশগ্রহণ করতে পারবেন ভারতের নাগরিকরা৷ যদিও বেশ কিছু শর্তাবলি রয়েছে৷ প্রতিযোগিতার সময় নির্দিষ্ট৷ পাঁচ মিনিটে দিতে হবে ২০টি প্রশ্নের উত্তর৷ সবচেয়ে বেশি সঠিক উত্তর দেবেন যাঁরা, তাঁদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে বিজেতাকে৷

৫ জুন পর্যন্ত এই প্রতেযোগিতায় অংশ নেওয়া যাবে৷ প্রতিযোগিতায় জয়ী প্রার্থীরা প্রত্যেকে একটি শংসাপত্র পাবেন, এতে প্রধানমন্ত্রীর সই থাকবে৷ থাকবে দেখা করার সুযোগও৷ ২৫ মে থেকে এই প্রশ্নোত্তরের পালা শুরু হয়েছে৷ ১,৭৭২ জন এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন৷ অনলাইনে সরকারকে রেটিং দেওয়ার ব্যবস্থাও রয়েছে এতে৷ সাইটে বলা হয়েছে, ‘রেট মাই গভর্নমেণ্ট’ নামে এই সমীক্ষায় উত্তর পেলে সরকার তার প্রকল্পগুলিকে আরও ভালভাবে এগিয়ে নিয়ে যাবে৷

The post ক্যুইজের উত্তর দিলেই মিলবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement